AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raniganj: প্রেমিককে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ৭৫ লাখ টাকা চুরি গৃহবধূর

Theft Case: চুরি করা টাকার অঙ্কও নেহাৎ কম নয়। ৭৫ লাখ টাকা চুরি করে চম্পট দেওয়া হয়েছিল। সেই সঙ্গে হাতিয়ে নেওয়া হয়েছিল ৪ ভরি সোনার গহনাও।

Raniganj: প্রেমিককে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ৭৫ লাখ টাকা চুরি গৃহবধূর
উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া টাকা
| Edited By: | Updated on: Jul 24, 2022 | 6:53 PM
Share

রানিগঞ্জ : এমনও হয়! প্রেমিকের সঙ্গে শলা-পরামর্শ করে নিজের বাড়িতেই চুরি করালেন গৃহবধূ। চুরি করা টাকার অঙ্কও নেহাৎ কম নয়। ৭৫ লাখ টাকা চুরি করে চম্পট দেওয়া হয়েছিল। সেই সঙ্গে হাতিয়ে নেওয়া হয়েছিল ৪ ভরি সোনার গহনাও। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। পুলিশ ইতিমধ্যেই চুরি যাওয়া ওই সোনার গহনা এবং টাকা উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে মমতা রাওয়ানি নামে ওই মহিলা এবং তার প্রেমিককেও। ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

রানিগঞ্জের সুকান্ত পল্লীর বাসিন্দা অভিজিৎ মুখোপাধ্যায়। পেশায় পরিবহ ব্যবসায়ী। গত ২৫ জুন তাঁর বাড়ি থেকে ওই ৭৫ লাখ নগদ টাকা এবং চার ভরি সোনার গয়না চুরি গিয়েছিল। ঘটনার পর খবর দেওয়া হল পুলিশে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন স্থানীয় থানার পুলিশকর্মীরা। জিজ্ঞাসাবাদ করা হয় বাড়ির লোকদের। সেই সময় অভিজিৎ বাবুর স্ত্রী মমতা রাওয়ানির কথায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। সন্দেহ তৈরি হয়। সেই সন্দেহের ভিত্তিতেই অভিজিৎ বাবুর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।

তদন্ত এগোতেই পুলিশ জানতে পারে, অভিজিৎ বাবুর স্ত্রীর আইনের ছাত্রী। ধানবাদ থেকে পড়াশোনা করছেন তিনি। সেখানেই নবীন সিং নামে এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ হয় তাঁর। দুই জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পুলিশ জানতে পারে, এই নবীনকে সঙ্গে নিয়েই অভিজিৎ বাবুর স্ত্রী চুরির পরিকল্পনা করে। ঠিক হয়, ২৫ জুনই চুরি করা হবে। সেই মতো ওই রাতে বাড়ির সদর দরজা খুলে রেখে দিয়েছিলেন মমতা রাওয়ানি। রাত বাড়তেই সবার নজর এড়িয়ে বাড়িতে ঢুকে পড়ে বাড়ির ভিতরে।

বাড়ির ভিতরের লোক যুক্ত থাকায় চুরির কাজ আরও সহজ হয়। কিছুদিন আগেই একটি জমি কেনার জন্য ব্যাঙ্ক থেকে ৭৫ লাখ টাকা এনে বাড়িতে রেখে দিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। সেই গোটা টাকা নিয়ে, সঙ্গে চার ভরি সোনা নিয়ে চম্পট দেয় নবীন। পরবর্তী সময়ে মমতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানতে পারেন পুলিশকর্মীরা। এরপর গৃহবধূর প্রেমিকের মোবাইল লোকেশন ধরে তাকে খুঁজে বের করা হয়। সেই সূত্র ধরে কলকাতা থেকে গ্রেফতার করা হয় নবীনকে।