আসানসোল : নীল বাতি লাগানো ও ‘পুলিশ’ লেখা গাড়ির সঙ্গে মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ। এই ঘটনার জেরেই রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল। আজ বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানা এলাকার ঊষাগ্রামে। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়। আক্রান্ত বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। আর তাতেই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রে। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। যারা গাড়ি ভাঙচুর করছিল তাদের লাঠিচার্জ করে সরানো হয়, বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে জিটি রোডে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ।
আরও পড়ুন : BJP Protest: ‘নবান্নের ১৪ তলা অবধি কিষাণ মার্চ হবে’, সিঙ্গুর থেকে ঘোষণা বিজেপির রাজ্য সভাপতির
গাড়ির চালক পলাতক। গাড়িতে পুলিশের কোনও কর্মী বা আধিকারিক ছিলেন না। গাড়িটি কোন থানার, তা এখনও জানায়নি পুলিশ। রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারে সামনে থাকা এক বাইক আরোহীকে। ঘাতক গাড়িটির মাথায় নীল বাতি লাগানো ছিল। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে ওই গাড়িটি। আর এরপরেই উত্তেজিত হয়ে ওঠে জনতা। নীলবাতি গাড়িটিকে দাঁড় করিয়ে চলে ভাঙচুর।
আরও পড়ুন : Sukanta Majumdar: ‘কেন্দ্রই ইউনেসকোতে স্বীকৃতির জন্য পাঠিয়েছিল’, দুর্গা পুজো নিয়ে মমতাকে পাল্টা সুকান্তর