BJP Protest: ‘নবান্নের ১৪ তলা অবধি কিষাণ মার্চ হবে’, সিঙ্গুর থেকে ঘোষণা বিজেপির রাজ্য সভাপতির

BJP: ২২ থেকে ২৪ ডিসেম্বর ব্লকে ব্লকে বিডিও অফিসে বিক্ষোভ দেখাবে কিষাণ মোর্চা। ৫ থেকে ১০ জানুয়ারি জেলায় জেলায় কিষাণ মার্চের পরিকল্পনা রয়েছে তাঁদের।

BJP Protest: 'নবান্নের ১৪ তলা অবধি কিষাণ মার্চ হবে', সিঙ্গুর থেকে ঘোষণা বিজেপির রাজ্য সভাপতির
নবান্ন অভিযান করবে বিজেপি। ছবি মাখন পাত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 5:11 PM

হুগলি: সিঙ্গুর থেকেই নবান্ন অভিযানের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি। বৃহস্পতিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ২২ থেকে ২৪ ডিসেম্বর ব্লকে ব্লকে বিডিও অফিসে বিক্ষোভ দেখাবে কিষাণ মোর্চা। ৫ থেকে ১০ জানুয়ারি জেলায় জেলায় কিষাণ মার্চের পরিকল্পনা রয়েছে তাঁদের। ১০ জানুয়ারির মঞ্চ থেকেই নবান্ন অভিযানের দিনক্ষণ ঘোষণা করবে পদ্মশিবির।

এদিন সুকান্ত মজুমদার বলেন, “২২ থেকে ২৪ ডিসেম্বর সময়ের মধ্যে প্রতিটি ব্লকে আমরা বিডিওর কাছে কিষাণ মোর্চার নেতৃত্বে ডেপুটেশন দেব। যখন বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেবেন, বিডিওর সামনেই সেই সময় শঙ্খ বাজাবেন। ৫ থেকে ১০ জানুয়ারি জেলায় জেলায় কিষাণ মার্চ হবে। আমরা ১০ তারিখের মঞ্চ থেকে নবান্ন অভিযানের দিন ঘোষণা করব। নবান্ন অবধি পদযাত্রা করব। নবান্ন ঘেরাও হবে, নবান্নের ১৪ তলা পর্যন্ত কিসান মার্চ হবে। সেদিন আমরা তিলের নাড়ু মুখে দিয়ে নবান্নের উদ্দেশে অভিযান করব। হীরক রানিকে তাঁর চেয়ার থেকে টেনে নামাব। আর বোঝাব যে কৃষকদের দাবি মানতে হবে।”

সূত্রের খবর, ২২ থেকে ২৪ ডিসেম্বর সাত দফা দাবিতে বিডিওর কাছে স্মারকলিপি দেওয়া হবে। শঙ্খনাদে বিডিওর হাতে সেই ডেপুটেশন হাতে তুলে দেবেন কিষাণ মোর্চার সদস্যরা। ৫ জানুয়ারি থেকে জেলায় জেলায় পাঁচদিনে কিষাণ মার্চ হবে। সেখানে এক এক জায়গায় থাকবেন বিজেপির এক এক রাজ্য স্তরের শীর্ষ নেতা। ঘাটাল, বর্ধমান ও আরামবাগে থাকার কথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।

১০ জানুয়ারি জলপাইগুড়িতে থাকার কথা সুকান্ত মজুমদারের। শুভেন্দু অধিকারী থাকতে পারেন মালদহে। এদিনই ঘোষণা করা হবে কবে নবান্ন অভিযান করবেন তাঁরা। কৃষকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে মঙ্গলবার থেকে তিনদিন ব্যাপী ধরনায় বসে বিজেপি। জমি আন্দোলনের প্রাণভূমি সিঙ্গুরে বৃহস্পতিবারই ছিল ধরনা কর্মসূচির শেষদিন। এখান থেকেই আগামীর রোডম্যাপ তৈরি করে দেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

শুভেন্দু অধিকারী এদিন তৃণমূলকে তোলামূল ও তৃণমূলের বিধায়কদের কাটমানির বিধায়ক বলে কটাক্ষ করে বলেন, “নবান্নের ১৪ তলায় যিনি বসে আছেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি চালান। তিনি ভাইপোকে এনে এই রাজ্যপাট তুলে দিতে চান। তাঁর ভাইয়ের বউ আবার সমাজসেবা করে পাঁচ কোটি টাকা করেছেন। কৃষকদের জন্য ক্ষতিপূরণ আদায় করিয়ে আমার ছাড়ব। যদি ভোট লুঠ করা হয়, গোটা রাজ্যে রাস্তার উপরে বসে পড়তে হবে।”

২০০৬ সালে সিঙ্গুরের মতো একটা শান্ত গ্রাম রাতারাতি বদলে গিয়েছিল প্রতিবাদের অগ্নিক্ষেত্রে। সে সময় লড়াইটা ছিল শিল্প বনাম কৃষির। সেই লড়াইয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গায়ের জোরে সরকারের বহুফসলি জমিঅধিগ্রহণ কার্যত রুখে দিতে পেরেছিলেন তত্‍কালীন তৃণমূল নেত্রী। দৃষ্টান্ত তৈরিতে সক্ষম হয়েছিল সিঙ্গুর। কিন্তু কী পেয়েছেন কৃষকরা? বিজেপি বলছে, না পেয়েছেন শিল্পনগরী, না পেয়েছেন বহুফসলি জমি। কোনওরকমে বেঁচে রয়েছেন তাঁরা। সে কারণেই কৃষক স্বার্থে তাদের ময়দানে নামা।

আরও পড়ুন: KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ বিজেপির, ফের মামলা

জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক