AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul On Hoarding: রাতে খুলে নিয়ে যাওয়া হচ্ছে হোর্ডিং, হাতেনাতে ধরলেন অগ্নিমিত্রা পাল

Agnimitra Paul On Hoarding: জানা গিয়েছে, যে ব্যক্তি হোর্ডিংটি খুলছিলেন, তিনি নিজেকে কোনও এক এজেন্সিলর সদস্য বলে পরিচয় দিয়েছেন। তাঁর বক্তব্য, ওই হোর্ডিংটির পারমিশন নেই, তাই খোলা হচ্ছিল।

Agnimitra Paul On Hoarding: রাতে খুলে নিয়ে যাওয়া হচ্ছে হোর্ডিং, হাতেনাতে ধরলেন অগ্নিমিত্রা পাল
তৃণমূলকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
| Edited By: | Updated on: Apr 04, 2022 | 7:14 AM
Share

আসানসোল : ফের হোর্ডিং বিতর্ক। পুরনিগমের অনুমতি নিয়ে লাগানো হোর্ডিং খুলে নিয়েছে তৃণমূল। এমনই অভিযোগে সরব হলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। রবিবারই তিনি আসানসোল দক্ষিণ থানায় গিয়ে বিক্ষোভ দেখান। এই মর্মে একটি অভিযোগও দায়ের করেছেন তিনি। তাঁর বক্তব্য, পুরনিগমের অনুমতি নিয়ে যে হোর্ডিং লাগানো হয়েছে, তা কীভাবে খুলে নেওয়া যায়? রবিবার হোর্ডিংটি যখন খুলে নেওয়া হচ্ছিল, তখন তিনি ঘটনাস্থলে পৌঁছে যান। হাতেনাতে ধরেন অভিযুক্তদের।

জানা গিয়েছে, যে ব্যক্তি হোর্ডিংটি খুলছিলেন, তিনি নিজেকে কোনও এক এজেন্সিলর সদস্য বলে পরিচয় দিয়েছেন। তাঁর বক্তব্য, ওই হোর্ডিংটির পারমিশন নেই, তাই খোলা হচ্ছিল। যদিও অভিযুক্ত ব্যক্তি এজেন্সির কোনও আইডি প্রমাণপত্র দেখাতে পারেননি। এর পরেই তৃণমূলের লোকজন গিয়ে বিজেপি কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ।

বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তুললেন, তাঁদেরকে বাঁশ, লাঠি দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অগ্নিমিত্রা পাল। তিনি প্রাথমিকভাবে পরিস্থিতি সামলান। পরে দলীয় কর্মীদের নিয়ে আসানসোল দক্ষিণ থানার ভেতরে ঢুকে যান। কর্তব্যরত পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে তিনি অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য, তৃণমূলের ৭০ টি হোর্ডিং দেওয়া হয়েছে। পরে ধরনা অবস্থান-বিক্ষোভের জেরে ২৮ টি হোর্ডিং তাঁদেরকে দেওয়া হল। এবার রাতের অন্ধকারে সেটিও খুলে নেওয়া হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশন, পর্যবেক্ষক এবং পুলিশ সবাইকে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে আসানসোল দক্ষিণ থানা এলাকা চত্বর।

অগ্নিমিত্রা পাল বলেন, “এমনটা কেন হবে? অনুমতি নিয়েই তো হোর্ডিং লাগানো হয়েছিল। কিন্তু ওরা সেটুকুও লাগাতে দেবে না। আসলে ওরা ভয় পাচ্ছে। পায়ের তলার মাটি হারাচ্ছে। এসব করে আর সুষ্ঠু রাজনীতি ওরা করছে?” এই ঘটনায় অবশ্য তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: Agnimitra Paul: ‘বারাবনি যাব, আপনার ছেলেদের বলে দেবেন যেন মারধর না করে’, মেয়রকে অনুরোধ অগ্নিমিত্রার

আরও পড়ুন:  Shatrughan Sinha: ‘উনি কবে প্রচারে ছিলেন?’ অনুব্রতকে কি চিনতেই পারলেন না শত্রুঘ্ন?