Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol Accident: ডিভাইডারটা ভাঙা দেখেছিল, রাতভর নিখোঁজের পর বাড়ির ছেলের পরিণতি আঁচ করতে পেরেছিল পরিবার

Asansol Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুনীল। তিনি সিএমপিডিআই সংস্থার গাড়ি চালান।

Asansol Accident: ডিভাইডারটা ভাঙা দেখেছিল, রাতভর নিখোঁজের পর বাড়ির ছেলের পরিণতি আঁচ করতে পেরেছিল পরিবার
আসানসোলে দুর্ঘটনা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 11:32 AM

আসানসোল:ভোরে স্টেশনে এক আধিকারিককে আনতে যাওয়ার কথা ছিল তাঁর। তাই মাঝ রাতেই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন বছর চল্লিশের সুনীল হাঁসদা। তিনি পেশায় গাড়িচালক। কিন্তু তিনি স্টেশন পৌঁছতেই পারেননি। এমনকি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না কেউ। পরিবারের সদস্যরা খুঁজতে বেরিয়ে পড়েন। রাস্তার ধারে দেখতে পান ডিভাইডার ভাঙা। বিষয়টি বুঝতে পেরেছিলেন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে পরিত্যক্ত পাথর খাদানের জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। বোলেরো গাড়ি নিয়ে নীচে পড়েন তিনি। এখনও পর্যন্ত ওই চালকের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ গাড়িচালকের নাম সুনীল হাঁসদা। আসানসোলের উত্তর থানা এলাকার বড়পুকুরিয়ার বাসিন্দা তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুনীল। তিনি সিএমপিডিআই সংস্থার গাড়ি চালান। রাতে আসানসোল স্টেশনে এক আধিকারিককে তাঁর আনতে যাওয়ার কথা ছিল। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রাতে বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। কিন্তু স্টেশন পৌঁছননি।

রাতে খোঁজাখুঁজি করেও তাঁর হদিশ মেলেনি। সকালে পরিবারের লোকজন খোঁজ করতে বের হন। তাঁরা লক্ষ্য করেন, পাথর খাদান সংলগ্ন এলাকায় ডিভাইডার ভাঙা রয়েছে। পরিত্যক্ত খাদানের জলে ভাসছে গাড়ির লগবুক। তখনই বোঝা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়েই পাথর খাদানে তলিয়ে গেছেন সুনীল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। উদ্ধারের কাজ শুরু হয়। তবে স্থানীয়দের ক্ষোভ ওই এলাকায় অনেকগুলি পরিত্যক্ত খাদান রয়েছে। যেগুলি জল ভর্তি। রাস্তার ধারে সেই সমস্ত খাদানে ফেন্সিং নেই। ফলে প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে।