Asansol By-Election: আসানসোলে হুমকি ‘ভাটপাড়ার বাহুবলী’কে, অর্জুন সিংয়ের ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি তৃণমূলের দাশুর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 17, 2022 | 10:59 PM

BJP: বুধবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং আসানসোলে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন।

Asansol By-Election: আসানসোলে হুমকি ভাটপাড়ার বাহুবলীকে, অর্জুন সিংয়ের ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি তৃণমূলের দাশুর
অর্জুন সিং ও ভি শিবদাসন। নিজস্ব চিত্র।

Follow Us

আসানসোল: ভোট ঘিরে দুই ফুলের জোর টক্কর আসানসোলে। সঙ্গে চলছে বাকযুদ্ধও। আসানসোল ভোটে বিজেপির সহ-পর্যবেক্ষক অর্জুন সিংকে বুধবারই নিশানা করেন স্থানীয় তৃণমূল নেতা ভি শিবদাসন ওরফে দাশু। শিবদাসনের কথায়, আসানসোল আর ভাটপাড়া এক জায়গা নয়। কোনওরকম বিভেদের আগুন জ্বালাতে এলে, তার মূল্যও দিতে হবে বিজেপিকে। পাল্টা আসানসোলে গিয়ে অর্জুন সিং বলেন, ও জীবনে কাউন্সিলরও হতে পারেনি। এসব বলে দলে গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে।

বুধবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং আসানসোলে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিলেন। এরই রেশ ধরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাশু বলেন, “এটা ভাটপাড়া নয়, আসানসোল। এখানে কেউ বিভেদ কিংবা গোলমাল করার চেষ্টা করলে ঠ্যাং ভেঙে দেব। কেন্দ্রীয় বাহিনীর ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে আসানসোলে অশান্তি করার চেষ্টা করলে তার যোগ্য জবাব দেওয়া হবে। আসানসোল শান্তির জায়গা। শুধু অর্জুন সিং নয়, এটা শুভেন্দুর উদ্দেশেও বলছি।”

দাশুর বক্তব্যের জবাবেই অর্জুন সিং বলেন, “দাশু আমার ছোট ভাইয়ের মত। বহুদিন ধরে রাজনীতি করছে। জীবনে কাউন্সিলরও হতে পারেনি। চেয়ারম্যানের পদও পায়নি। আমার পা ভাঙার কথা বলে যদি একটু দলে গুরুত্ব পায়। হয়ত এতে ওর দরও বাড়বে।”

১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। এই ভোট ঘিরে এবার জোর টক্কর। তৃণমূল ইতিমধ্যেই চমক দিয়ে রেখেছে প্রার্থী তালিকায়। ঘাসফুলের প্রতীকে লড়ছেন বলিউডের ‘সুপারস্টার’ শত্রুঘ্ন সিনহা। এদিকে তৃণমূলের প্রার্থী ঘোষণা হলেও বিজেপি এখনও ‘খামোশ’। শত্রুঘ্ন সিনহার বিপরীতে প্রার্থী দিয়ে উঠতে পারেনি তারা। তবে বিজেপি প্রার্থী না দিক, ভোট প্রচার চলছে প্রতীককে সামনে রেখে। আসানসোলে ভোটের দায়িত্ব শুভেন্দু অধিকারীর। সঙ্গে রয়েছে অর্জুন সিংয়ের নামও। তিনিই সহ-পর্যবেক্ষক।

আরও পড়ুন: Swasthya Bhawan: ‘কাজ না করলে তো…’, কড়া বার্তা দিয়ে রাজ্যের একাধিক হাসপাতাল সুপারকে বদলি

Next Article