Shatrughan Sinha: ‘আপনি ঘরের মেয়ে হতেই পারেন, আমিও ভারতের ছেলে’ বহিরাগত ইস্যুতে মুখ খুললেন শত্রুঘ্ন

Asansol By Election: রানিগঞ্জের কর্মীসভা থেকে তিনি এই প্রসঙ্গ তুলে উত্তর দিলেন। তিনি বলেন, 'আমি আপনাদের সংস্কৃতিকে ভালোবাসি। আপনাদের ভাষাকে ভালোবাসি। এখানকার মানুষদের ভালোবাসি।'

Shatrughan Sinha: 'আপনি ঘরের মেয়ে হতেই পারেন, আমিও ভারতের ছেলে' বহিরাগত ইস্যুতে মুখ খুললেন শত্রুঘ্ন
অগ্নিমিত্রাকে আক্রমণ শত্রুঘ্নর (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2022 | 7:22 PM

আসানসোল: হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। আর সেই কারণে শাসক থেকে বিরোধী কেউ এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ইতিমধ্যে ওই কেন্দ্রে জমে উঠেছে প্রচার। আর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তরজা ততই বাড়ছে। আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে অভিনেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বিজেপি শিবিরের হয়ে দাঁড়িয়েছেন অগ্নিমিত্রা পাল। আর এবার পদ্মশিবিরের প্রচারের হাতিয়ার সেই বহিরাগত তত্ত্ব। মঙ্গলবার নির্বাচনী প্রচারে গিয়ে শত্রুঘ্ন সিনহাকে একহাত নেন অগ্নিমিত্রা। তৃণমূল প্রার্থীকে বহিরাগত বলেও আখ্যা দেন তিনি। বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী বাংলার মেয়ে। বাংলা নিজের মেয়েকেই চায়। আমরা দেখলাম। আমরা শিখলাম। উনি আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাদের শিখিয়েছেন। পশ্চিমবঙ্গে বাইরে থেকে কেউ এলে তাকে বহিরাগত বলতে হয়।’ বিজেপি প্রার্থীর এহেন বক্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুললেন শত্রুঘ্ন।

রানিগঞ্জের কর্মীসভা থেকে তিনি এই প্রসঙ্গ তুলে উত্তর দিলেন। তিনি বলেন, ‘আমি আপনাদের সংস্কৃতিকে ভালোবাসি। আপনাদের ভাষাকে ভালোবাসি। এখানকার মানুষদের ভালোবাসি। এখন বলছেন আমি ঘরের লোক। এতদিন সুখ-দুঃখে কোথায় ছিলেন ? আপনি শুধু এটাই বলে যাচ্ছেন, আমি ঘরের লোক। আপনার মধ্যে কি শুধু এই গুণ আছে যে আপনি ঘরের লোক? আপনি ঘরের মেয়ে হয়ে করেছেনটা কী? নির্বাচনের  সময় শুধু শ্লোগান দেবেন, আমি ঘরের মেয়ে। আপনি এখানকার মেয়ে হতে পারেন। কংগ্রেস প্রার্থীও এখানকার ছেলে হতে পারেন। আমি তো হিন্দুস্থানের ছেলে। ভারত মায়ের সন্তান।’

বস্তুত, রাজ্যের ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গলায় শোনা গিয়েছিল বহিরাগত সুর। নির্বাচনী প্রচারে আসা বিজেপির তাবড়-তাবড় নেতাকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ শানিয়েছিলেন তিনি। বাদ পড়েননি স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উক্তিকেই এইবার কাজে লাগাতে চাইছে পদ্মশিবির এমনটা মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জন্মসূত্রে বিহারের বাসিন্দা। তাই তিনিই যখন এবারে খোদ তৃণমূলেরই প্রার্থী হচ্ছেন  তখন তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি শিবির।

আরও পড়ুন: Agnimitra Paul On Hoarding: রাতে খুলে নিয়ে যাওয়া হচ্ছে হোর্ডিং, হাতেনাতে ধরলেন অগ্নিমিত্রা পাল