Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol Chaos: খুনে অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেলেন কাউন্সিলর, অভিযোগে রাতভর গ্রামে তাণ্ডব

Asansol Chaos: মৃত ওই যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের ছেলেকে কেউ খুন করে ফেলে দিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে আটক করে। অভিযোগ, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারি খাতুনের কথায় ছেড়ে দেওয়া হয় অভিযুক্তদের।

Asansol Chaos: খুনে অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেলেন কাউন্সিলর, অভিযোগে রাতভর গ্রামে তাণ্ডব
আসানসোলে বিক্ষোভ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2022 | 11:55 AM

আসানসোল: খুনে অভিযুক্তদের কাউন্সিলর ছাড়িয়ে নিয়ে গিয়েছেন থানা থেকে। এই অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এমনকি কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ থানার রনাই এলাকায়।

দু’দিন আগে জঙ্গলের মাঝে পরিত্যক্ত এক পুকুরে যুবকের দেহ ভাসতে দেখা যায়। ৩৫ নম্বর ওয়ার্ডের গড়িয়াতোলি লাগোয়া পুকুর থেকে দেহটি উদ্ধার হয়। সেদিন ওই যুবকের পরিচয় জানা না গেলেও সোমবার জানা যায় মৃত ওই যুবকের বাড়ি রনাইয়ের শহিদ নগরে। বছর কুড়ির যুবকের নাম ফিরোজ আনসারি।

মৃত ওই যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের ছেলেকে কেউ খুন করে ফেলে দিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে আটক করে। অভিযোগ, আসানসোল পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারি খাতুনের কথায় ছেড়ে দেওয়া হয় অভিযুক্তদের। সোমবার রাতে এই অভিযোগ করে ৩৫ নম্বর ওয়ার্ডের মাজার শরিফ হয়ে দুই নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। ওই ওয়ার্ড কাউন্সিলরের বাড়িও ঘেরাও করেন। এলাকাবাসীরা ঘিরে রাখেন ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি। পরে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

আখতারি খাতুন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, নিজের ব্যক্তিগত কাজে তিনি থানায় গিয়েছিলেন। আর কাউকে ছাড়ানোর জন্য তিনি পুলিশকে বলেননি । তাঁর দাবি, কোনও দুষ্ট চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে বদনাম করার জন্য এ ধরনের অপবাদ দিচ্ছে। তিনি দাবি করেন, আইন আইনের পথে চলবে। যারা দোষী তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে পুলিশ । কাউন্সিলর বলেছেন, ‘বড়বাবু সব জানেন, কেন ছেড়েছেন, আমি জানি না।’ অবশ্য থানার পদস্থ কর্তা এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, “তৃণমূলের কী চালচরিত্র সবাই জানে। যারা খুন করে, চুরি ছিনতাই করে, তাদের পিছনে দাঁড়িয়ে থাকে শাসকদলের কোনও না কোনও নেতা।”