Asansol: আসানসোলে গ্রেফতার জমি মাফিয়া

Asansol: কুর ভরাটের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া উইলসনকে শনিবার আসানসোল আদালতে হাজির করা হয়। পুলিশ আদালতে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন।

Asansol: আসানসোলে গ্রেফতার জমি মাফিয়া
গ্রেফতার মাফিয়া Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2024 | 7:18 PM

আসানসোল: পুকুর বোজানো সহ, সরকারি জমি দখল। একাধিক অভিযোগে গ্রেফতার আসানসোলের এক জমি মাফিয়া। উত্তর আসানসোলের ওই কয়লা মাফিয়ার নাম এহেতেসাম হাসমি ওরফে উইলসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর ফের একবার ব্যবস্থা নিল আসানসোল দুর্গাপুর পুলিশ। পুকুর ভরাটের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।

পুকুর ভরাটের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া উইলসনকে শনিবার আসানসোল আদালতে হাজির করা হয়। পুলিশ আদালতে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন।

অভিযোগ উইলসনের সঙ্গে বড় শাসক নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উত্তর থানা এলাকায় বিভিন্ন ফ্ল্যাট আবাসন তৈরি হয়েছে। সেখানে পুকুর ভরাট করেই হয়েছে ওই আবাসন। উইলসন রয়েছে এই ঘটনায়। পুলিশের তৎপর পদক্ষেপের পর প্রমাদ গুনছেন জমি মাফিয়ারা বলে গুঞ্জন।