আসানসোল: বছর পনেরোর মেয়ে। বাড়ি থেকে বেরিয়েছিল টিউশন পড়তে যাওয়ার জন্য। তারপর থেকে আর ফেরেনি। পাড়ার লোকে তাকে শেষবার দেখেছিল পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির বাইকে উঠে চলে গিয়েছে সে। তারপর থেকেই আর কোনও খোঁজ মেলেনি। পুলিশ জালে সেই ব্যক্তি, তবুও খোঁজ নেই নাবালিকার। নাবালিকা অন্তর্ধান রহস্যে তপ্ত আসানসোলের পাঞ্জাবি মোড় এলাকা। নাবালিকাকে অপহরণ করা হয়েছে, এই দাবিতে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। চলে রাস্তা অবরোধও। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ।
জানা যাচ্ছে, আমড়াসোতা এলাকার বাসিন্দা ওই নাবালিকা বুধবার রাত সাড়ে ৮ টা নাগাদ বাড়ি থেকে বাইরে বের হয়। টিউশন পড়তে যাওয়ার নাম করে বের হয় সে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, তাকে রাস্তার মোড়ের কাছে এক বছর পঞ্চাশের ব্যক্তি বাইকে উঠে চলে যেতে দেখেন।
গোটা বিষয়টি এবার তাঁরা থানায় জানান। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ওই ব্যক্তির নাম কার্তিক মণ্ডল। তাঁকে আটকও করে পুলিশ। কিন্তু তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে নাবালিকার খোঁজ মেলেনি। তল্লাশি জারি। কিন্তু কোনও ‘ক্লু’ই উঠে আসে না পুলিশের হাতে।
প্রতিবাদে পাঞ্জাবিমোড়ে ফাঁড়িতে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ আপাতত ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে প্রেমঘটিত কোনও ব্যাপার রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কার্তিককেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তাঁর থেকে সেরকম কোনও তথ্য আসেনি বলেই বলছে পুলিশ।
আরও পড়ুন: আনিসের ‘সোশ্যাল লাইফ’-এ ছিল একের পর এক চমক! দেবাংশু দিলেন হাতেগরম প্রমাণ
আরও পড়ুন: Weather Update: আজই সেই দিন, বেলা বাড়তেই বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, রইল সতর্কবার্তা