আসানসোল: লকডাউনে রাতের অন্ধারে হোটেলের কর্মীরাই কেবল ছিলেন। আর হোটেলের পাশে একটা কাঁচা বাড়ি। আচমকাই বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে দোকানের ভিতর ঢুকে পড়ল একটি ডাম্পার। অল্পের জন্য প্রাণে বাঁচলেন হোটেল কর্মীরা। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের (Assansol) রানিগঞ্জে।
রানিগঞ্জ থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার পথে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই রাস্তার ধারেই ছিল হোটেল ও বসতবাড়ি। স্থানীয়রা জানাচ্ছেন, রাতে একটি ডাম্পার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ধাক্কা মেরে ভিতরে ঢুকে যায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হোটেলটি।
হোটেলে সেসময় কয়েক জন কর্মী বিশ্রাম নিচ্ছিলেন। হোটেল ভেঙে পড়ার আগেই কোনওক্রমে বেঁচে বেরিয়ে আসতে পারেন তাঁরা। নাহলে প্রাণহানিরও আশঙ্কা ছিল। একটুর জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান তাঁরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে বাজেয়াপ্ত করে। অভিযোগ ওই রাস্তায় অনিয়ন্ত্রিত যান চলাচলের জন্য দুর্ঘটনা ঘটতেই থাকে। রাস্তায় পুলিশ মোতায়েনের দাবি তুলেছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন ক্ষতিপূরণের।