AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jawan: শাহরুখের ‘জওয়ান’ স্পর্শে ফিনিক্স পাখির মতো বেঁচে উঠল আসানসোলের ‘মনোজ’

Jawan in Asansol: আসানসোলে এখন একমাত্র সচল সিনেমা হল বলতে কুমারপুরের এই মনোজ সিনেমা হল। শাহরুখ খানের 'জওয়ান' মুক্তি পেয়েছে এই সিঙ্গল স্ক্রিনেও। আর তাতেই যেন রাতারাতি প্রাণ ফিরে পেয়েছে মনোজ। প্রায় বন্ধ হয়ে যেতে বসা মনোজ সিনেমা হলে এখন উপচে পড়ছে শাহরুখ-ভক্তদের ভিড়।

Jawan: শাহরুখের ‘জওয়ান’ স্পর্শে ফিনিক্স পাখির মতো বেঁচে উঠল আসানসোলের ‘মনোজ’
আসানসোলের সিঙ্গল স্ক্রিনে উপচে পড়ছে ভিড়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 9:54 AM
Share

আসানসোল: মাল্টিপ্লেক্সের সঙ্গে অসম লড়াইয়ে যুঝে উঠতে না পেরে ক্রমেই মলিন হয়ে যেতে শুরু করেছে সিঙ্গল স্ক্রিনগুলি। চিত্রা, রূপকথা, মালঞ্চ, সুভাষ…. আসানসোলের এই সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলিই এককালে ছিল এলাকার সিনেপ্রেমীদের ফুসফুস। প্রিয় নায়কের সিনেমা এলেই ভক্তদের ভিড় জমত হলগুলিতে। টিকিট কাউন্টারের বাইরে থাকত লম্বা লাইন। কিন্তু সেই জায়গা এখন অনেকটাই দখল করে নিয়েছে মাল্টিপ্লেক্সগুলি। তবে কিং খানের ‘জওয়ান’-এর হাত ধরে আবার যেন ফিনিক্স পাখির মতো বেঁচে উঠল আসানসোলের মৃতপ্রায় সিঙ্গল স্ক্রিন মনোজ সিনেমা হল। চিত্রা, রূপকথা, মালঞ্চের মতো সিনেমা হলগুলি বহুবছর বন্ধ হয়ে গিয়েছে। মাল্টিপ্লেক্স কালচারের যুগে একপ্রকার কোমায় চলে গিয়েছিল আসানসোলের অন্যতম সিঙ্গল স্ক্রিন মনোজও। কিন্তু জওয়ান মুক্তির পর যেন আবার প্রাণ ফিরে পেল ‘সে’।

আসানসোলের দুটি শপিং মলের ভিতরে দুটি মাল্টিপ্লেক্স ছিল। সম্প্রতি সে দু’টিই বন্ধ হয়ে গিয়েছে। এখন আসানসোলবাসীকে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা উপভোগ করতে গেলে ছুটতে হয় সেই দুর্গাপুরে। কারণ, আসানসোলে এখন একমাত্র সচল সিনেমা হল বলতে কুমারপুরের এই মনোজ সিনেমা হল। শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি পেয়েছে এই সিঙ্গল স্ক্রিনেও। আর তাতেই যেন রাতারাতি প্রাণ ফিরে পেয়েছে মনোজ। প্রায় বন্ধ হয়ে যেতে বসা ‘মনোজ’ সিনেমা হলে এখন উপচে পড়ছে শাহরুখ-ভক্তদের ভিড়। সকাল থেকে রাত, ভিড়ের কমতি নেই। আর সিনেপ্রেমীদের সেই ভিড় সামাল দিতে আসরে নামতে হয়েছে পুলিশকেও। যে ‘মনোজ’ সিনেমা হল প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, এখন সেখানেই ভিড় সামলাতে মোতায়েন পুলিশ বাহিনী।

তবে আসানসোলে ভাল সিনেমা হল না থাকা নিয়ে দর্শকদের মধ্যে আক্ষেপের কথাও শোনা গেল। শহরের দু’টি মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে যাওয়ায় এক প্রকার উপায় না পেয়েই মনোজে সিনেমা দেখতে গিয়েছেন, এমন দর্শকও রয়েছেন কেউ কেউ। যদিও মাল্টিপ্লেক্সের জমানায় জওয়ানের হাত ধরে এত মানুষের ভিড় দেখে নতুন করে বুকে বল পাচ্ছেন মনোজ টকিজ়-এর ম্যানেজার ইন্দ্রমোহন মিশ্র।