AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Year 2024: বর্ষবরণের হুল্লোড়ে মদ খেয়ে ড্রাইভিং? ১০ হাজার টাকা তৈরি রাখুন

Asansol: শনিবার আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আসানসোলের ভগত সিং মোড়ে এই অভিযান চালানো হয়। চালকের আসনে যিনিই থাকুন না কেন, গাড়ি থামিয়ে তাঁকে পরীক্ষা দিতে হচ্ছে ব্রেথ অ্যানালাইজারে। বিশেষ যন্ত্রে যদি ধরা পড়েন, তাহলে গুনতে হবে জরিমানা।

New Year 2024: বর্ষবরণের হুল্লোড়ে মদ খেয়ে ড্রাইভিং? ১০ হাজার টাকা তৈরি রাখুন
চলছে পরীক্ষা। আসানসোলে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 9:57 PM
Share

আসানসোল: রবিবার বর্ষবরণের রাত। ২০২৩কে বিদায় জানিয়ে ২০২৪-এ পা। গোটা দেশের সঙ্গে বাংলাও উৎসবের মুডে। কিন্তু আইন ভেঙে আনন্দ করতে গিয়ে যাতে কেউ নিজের কিংবা অন্যের ক্ষতি না করে বসেন, সেদিক খেয়াল রেখেই মদ খেয়ে গাড়ি চালানো রুখতে চলছে নাকা চেকিং। পথদুর্ঘটনা রুখতে শনিবার আসানসোল শহরজুড়ে চলছে ‘ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ’ অভিযান। মদ খেয়ে বাইক কিংবা চার চাকা চালালেই কেস! আসানসোল দুর্গাপুর কমিশনারেট জায়গায় জায়গায় নাকা চেকিং করছে। আইন মেনে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানাও করা হচ্ছে।

শনিবার আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আসানসোলের ভগত সিং মোড়ে এই অভিযান চালানো হয়। চালকের আসনে যিনিই থাকুন না কেন, গাড়ি থামিয়ে তাঁকে পরীক্ষা দিতে হচ্ছে ব্রেথ অ্যানালাইজারে। বিশেষ যন্ত্রে যদি ধরা পড়েন, তাহলে গুনতে হবে জরিমানা।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল দেবরাজ দাস বলেন, “আমাদের একটা অভিযান চলছে। নিউ ইয়ারের সময় যেহেতু মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক চালানোর প্রবণতা থাকে। আর এতে প্রাণের ঝুঁকি থাকে। বড়সড় দুর্ঘটনাও ঘটে। আমরা চাই সকলে আনন্দ করে নতুন বছর উদযাপন করুন। তাই কেউ ড্রিঙ্ক করে থাকলে অন্য কেউ গাড়ি চালাক। সারপ্রাইজ নাকা চালাচ্ছি আমরা। অ্যালকোহল টেস্টারও রাখছি সঙ্গে। যদি পজিটিভ পাই তবে আইন মেনে ১০ হাজার টাকা অবধি ফাইনও করছি। আমাদের আর্জি ড্রিঙ্ক ড্রাইভিংটা একেবারেই করবেন না।” গত দশদিনে মোট ১০০ জনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ফাইন করা হয়েছে।