Durgapur Physical Assault: ২ অভিযুক্তকে রাজসাক্ষী করার প্রস্তাব, ‘চাপে চার্জশিট দিয়েছে পুলিশ’, আদালতে সওয়াল অভিযুক্ত সহপাঠীর আইনজীবীর
Durgapur Physical Assault Hearing: ঘটনার ২০ দিনের মাথায়, অর্থার ৩০ অক্টোবর চার্জশিট জমা করে পুলিশ।তিন জনের বিরুদ্ধে গণধর্ষণের ও ডাকাতির মামলা এবং বাকি দু'জনের বিরুদ্ধে ডাকাতির মামলা এবং নির্যাতিতার সঙ্গে অপরাধমূলক কাজকর্মের মামলা উল্লেখ রয়েছে চার্জশিটে। পুলিশ সূত্রে খবর, এক জনই ধর্ষণ করেছিল এবং বাকি তাকে সহযোগিতা করেছিল।

দুর্গাপুর: দুর্গাপুরে মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণকাণ্ডে সোমবার ৬ অভিযুক্তকে জেল হেফাজত থেকে দুর্গাপুর মহকুমার অতিরিক্ত জেলা আদালতে তোলা হয়। আদালতে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় ও অভিযুক্তদের আইনজীবীরা।
এদিন আদালতে অভিযুক্ত সহপাঠীর আইনজীবী সওয়াল করেন, তদন্তকারী অফিসারের কাছে ৯০ দিন সময় থাকলেও ২০ দিনে চার্জশিট দেওয়া হয়েছে চাপে পড়ে। তাই আর যেন চার্জশিট জমা না দেওয়া হয়। সহপাঠীকে গ্রেফতারের আগে কয়েকদিন থানায় জিজ্ঞাসাদের নামে আটকে রাখা হয়েছিল। সেই সময়ের থানার সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদন জানান তিনি।
অন্যদিকে সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, আইন অনুযায়ী দুই অভিযুক্তকে রাজসাক্ষী করার প্রস্তাব রেখেছেন। তারপরেই বিচারক ৬ অভিযুক্তকে একদিনের জেল হেফাজতে নির্দেশ দেন। মঙ্গলবার ফের শুনানির দিন ধার্য করেছেন বিচারক।
উল্লেখ্য, ঘটনার ২০ দিনের মাথায়, অর্থার ৩০ অক্টোবর চার্জশিট জমা করে পুলিশ।তিন জনের বিরুদ্ধে গণধর্ষণের ও ডাকাতির মামলা এবং বাকি দু’জনের বিরুদ্ধে ডাকাতির মামলা এবং নির্যাতিতার সঙ্গে অপরাধমূলক কাজকর্মের মামলা উল্লেখ রয়েছে চার্জশিটে। পুলিশ সূত্রে খবর, এক জনই ধর্ষণ করেছিল এবং বাকি তাকে সহযোগিতা করেছিল। সেজন্য তিনজনের বিরুদ্ধেই গণধর্ষণের মামলা রয়েছে।
এই ঘটনার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “দ্রুত গতিতে তদন্ত চালিয়ে চার্জশিট গঠন করা হয়েজে। বৃহস্পতিবার আদালতে চার্জশিট জমা করা হয়েছে । ধৃতদের হেফাজতে রেখে ট্রায়াল করার আবেদন করা হয়েছে । এটা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাফল্য। তিনি আশাবাদি দু’মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে।”
অক্টোবর মাসের ১০ তারিখ রাতে মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার ওপর নির্যাতনের ঘটনা ঘটে। গ্রেফতার হয় বিজড়া এলাকার পাঁচ যুবক। গ্রেফতার করা হয়েছিল নির্যাতিতার সহপাঠীও। ধৃত ৬ জনকে নিয়েই তদন্তে নেমেছিল পুলিশ।
