Durgapur: প্রতিবেশীর বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ, উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ
Durgapur: মৃত যুবকের সঙ্গে এলাকারই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে এলাকার দুই পরিবারের মধ্যে অশান্তি ছিল আগে থেকেই। বুধবার রাত থেকেই মৃত যুবক নিখোঁজ ছিলেন। এলাকাবাসীরা খোঁজ শুরু করেন।

দুর্গাপুর: যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুলকালাম পাণ্ডবেশ্বরে। বৃহস্পতিবার প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। এক পুলিশ কর্মীর কপালে গুরুতর চোট লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের সঙ্গে এলাকারই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে এলাকার দুই পরিবারের মধ্যে অশান্তি ছিল আগে থেকেই। বুধবার রাত থেকেই মৃত যুবক নিখোঁজ ছিলেন। এলাকাবাসীরা খোঁজ শুরু করেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ।
এরপর পাণ্ডবেশ্বর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। শ’খানেক গ্রামবাসী পথ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের মাঝে থেকেই ইট ছোড়া হয়। ইটের আঘাতে কপাল ফেটে যায় এক পুলিশকর্মীরা। এরপর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ আসল অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। সেই কারণেই এই ক্ষোভ।





