দুর্গাপুর: দেশদ্রোহিতার (sedition) অভিযোগে ছত্রিসগঢ় পুলিশের (Chattishgarh Police) হাতে গ্রেফতার দুর্গাপুর (Durgapur) ইস্পাত কারখানায় অবসরপ্রাপ্ত কর্মী। রবিবার রাতে ছত্তিসগঢ় পুলিশ দুর্গাপুরের বি-জোনের মহিস্কাপুর রোড থেকে গ্রেফতার (Arrest) করে দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী রাজু খানকে (Raju Khan)। তাঁর বিরুদ্ধে বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনের সূত্র পাওয়া গিয়েছে। অভিযোগ, এই লেনদেনের মূলে রয়েছে জঙ্গি-যোগ।
জানা গিয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইউএপিএ (UAPA) অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে তাঁকে। রাজু খানকে ১৯৬৭ ইউপিএ আইনের ১৭ ও ৪০ ধারা, ৬৬(সি) আইটি অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারায় গ্রেফতার করা হয়েছে রাজুকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় বেঙ্গালুরুতে এক দম্পতিকে গ্রেফতারের পর রাজু খানের নাম উঠে আসে। এর পরেই রাজু খানের খোঁজ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ২০১৩ সালের এই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিদেশ থেকে টাকা আসে। অভিযোগ জঙ্গি সংগঠনের হাত রয়েছে সেখানে।
এদিকে ২০১৬ সালে দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে স্বেচ্ছাবসর নেন রাজু খান। ছত্তিসগঢ়ের খানিতারা থানায় ২০১৩ সালের ২৫শে ডিসেম্বর একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। মামলার কেস নম্বর ৫৬৭/১৩ । অনেক খোঁজাখুঁজির পর তাঁকে অবশেষে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাঁকে আদালত তিনদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। ট্রানজিট রিমান্ড নেওয়ার পর সোমবার সন্ধ্যেয় ছত্তিসগঢ় পুলিশ রাজু খানকে সঙ্গে নিয়ে ছত্তিসগঢ়ের দিকে রওনা দিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি এ রাজ্যে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র টিপু সুলতান ওরফে মুস্তফা কামালকে দেশদ্রোহিতা আইনে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। কিছুদিন আগে শান্তিনিকেতনের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় ঝাড়গ্রাম জেলা পুলিশ। এর আগেও এই টিপুকে মাওবাদী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল।
আরও পড়ুন: BJP MLA: জে পি নাড্ডাকে চিঠি, পৃথক রাজ্যের দাবিতে সরব আরও এক বিজেপি বিধায়ক
বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র টিপুর বাড়ি শান্তিনিকেতন থানার গুরুপল্লি এলাকায়। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, টিপুকে সেই বাড়ি থেকেই গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। প্রথমে নিয়ে যায় শান্তিনিকেতন থানায়। সেখান থেকে তাঁকে ঝাড়গ্রামে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: KLO: চাকরি না পেলে ফের হাতে তুলবেন অস্ত্র, প্রশাসনকে সময়সীমা বেঁধে দিলেন প্রাক্তন কেএলও জঙ্গিরা!