Asansol: পরপর উদ্ধার মৃতদেহ, বিসিসিএলের খনিতে ভয়াবহ দুর্ঘটনা
মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর এখনও পর্যন্ত চারজনকে খনি থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। বাকি দু'জনকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসানসোল: বিসিসিএলের খনিতে ধস। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের। আহত দু’জন। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আসানসোলে।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বড়িরায় বিসিসিএল-এর খোলামুখ বা ‘ওপেন কাস্ট’ কয়লাখনিতে অবৈধভাবে কয়লা উত্তোলনের সময় দুর্ঘটনা ঘটেছে। আচমকা খনির ভিতরের সুড়ঙ্গ ধসে পড়ায় অন্তত ছয় জন চাপা পড়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর এখনও পর্যন্ত চারজনকে খনি থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। দু’জনকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও খনির ভিতরে আরও দু’জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের জন্য পোকলেন মেশিনের সাহায্যে জোরকদমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যায় পুলিশ ও সিআইএসএফ মোতায়েন করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওপেন কাস্ট খনির আশপাশে শতাধিক মানুষের ভিড় জমে যায়। মৃত ও নিখোঁজ কর্মীদের পরিবারের সদস্যরাও খনি এলাকায় রয়েছেন। প্রিয়জনদের খোঁজে কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। অভিযোগ উঠেছে, কিছু কয়লা মাফিয়ার লোকজন মৃতদের পরিবারের সদস্যদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে পরিবারের সদস্যরা সরছেন না, আশায় আছেন হয়ত এখনও কেউ জীবিত রয়েছেন।
উল্লেখ্য, বডিরার এই কয়লা খনিতে আগেও একাধিকবার ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবুও কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য থামেনি। অভিযোগ, প্রতিদিনই ৩ থেকে ৪ ট্রাক অবৈধ কয়লা তুলে আশপাশের কয়লা ভাটায় পাচার করা হচ্ছে। এই ঘটনায় ফের একবার কয়লাখনির নিরাপত্তা ও অবৈধ কয়লা তোলা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
