পশ্চিম বর্ধমান: জনপরিষেবাখাতে ব্যয়িত দ্রব্য নিজের ঘরে ঢুকিয়ে নিচ্ছেন বলে দলের রোষের মুখে তৃণমূলের (TMC) প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। শনিবার আসানসোলের পুরপ্রশাসক বোর্ডের সভাপতি অমরনাথ চট্টোপাধ্যায়ের সামনেই স্বদলীয় প্রাক্তন কাউন্সিলরদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য় করেন উজ্জ্বল। সেই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু রাজনৈতিক তরজা। প্রকাশ্য়ে শাসক শিবিরের গোষ্ঠীকোন্দল।
জেলা কর্মী সম্মেলনে শনিবার আসানসোলের রবীন্দ্রভবনে উপস্থিত ছিলেন তৃণমূল (TMC) জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী-সহ তৃণমূলের একাধিক জেলা নেতৃত্ব। সকলের সামনেই ক্ষোভ উগড়ে দিয়ে উজ্জ্বল বলেন, “আসানসোল পুরএলাকার বেশ কিছু প্রাক্তন কাউন্সিলর শুধু নিজ ক্ষমতাবলে জনপরিষেবাখাতে ব্য়য়িত জিনিস নিজের ঘরে ঢুকিয়ে নিচ্ছেন। চাল-ডাল, ত্রিপল সবই সাধারণ মানুষের, দুর্গতদের ঘরে না গিয়ে যাচ্ছে সেই কাউন্সিলরের ঘরে যাঁরা দুর্নীতি করে চলেছেন।” পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের সামনেই তৃণমূল নেতার এই মন্তব্যে কার্যত স্পষ্ট আসানসোলের অন্দরে তৃণমূলের অন্দরের সমীকরণ বিশেষ ভাল নয়। অন্যদিকে, প্রাক্তন বিধায়কের এ হেন মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে আসানসোল পুরসভা। ঠারেঠোরে বর্তমান পুরপ্রশাসক বোর্ডের দিকেই যে ‘দুর্নীতির’ আঙুল তুলেছেন উজ্জ্বল তা বুুঝতে অসুবিধা হয়নি।
উল্লেখ্য আসানসোল পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে প্রায় এক বছর আগে । এখন পুর প্রশাসক বোর্ড গঠন করেই চলছে পুরনিগম। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদেরই সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের এই মন্তব্য় নিয়ে পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্য়ায় বলেন, “উজ্জ্বলবাবু যে মন্তব্য করেছেন তা একান্তই ওঁর ব্যক্তিগত। এরসঙ্গে পুরবোর্ডের কোনও সম্পর্ক নেই। পুরবোর্ডের পক্ষ থেকে এমন কোনও মন্তব্য করা হয়নি। বিদায়ী কাউন্সিলরের মধ্যে যাঁরা বোরো অফিসের দায়িত্বে ছিলেন বা পুরপ্রশাসক বোর্ডের সদস্য় রয়েছেন তাঁদেরই কিছু কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এখনও সব জায়গায় জিনিস পৌঁছে দিয়ে উঠতে পারিনি। হয়ত, উজ্জ্বলবাবু এ বিষয়ে বিশেষ জানেন না। আর যদি সত্য়ি এইধরনের ঘটনা ঘটে থাকে তবে সেক্ষেত্রে আমাদের নামের তালিকা দিলে আমার পরিচালনা করতে সুবিধা হবে।”
বিজেপি নেতা তথা বিদায়ী কাউন্সিলর অভিজিত আচার্য্য বলেন, “কুলটির প্রাক্তন বিধায়ক তো ঠিকই বলছেন। পুরপ্রশাসক বোর্ডের সবাই তো তৃণমূল। বোরো অফিসগুলোর দায়িত্বও তো তৃণমূলের হাতে। তাই, চাল-ডাল হোক বা ত্রিপল বন্টন, সবই তাদের হাতে। সেখানে বিরোধীদের কোনও জায়গা নেই। সেখানে তাই যথেচ্ছাচার চালাচ্ছে তৃণমূল। গরিব মানুষকে দেওয়ার পরিবর্তে তৃণমূল কাউন্সিলরা নিজেদের ঘরে ঢোকাচ্ছেন সেই সব ত্রাণ সামগ্রী। আমাদের মুখের কথাই বলেছেন উজ্জ্বলবাবু।” আরও পড়ুন: ‘আমায় প্রাণে মেরে দেবে বলেছে ওরা’, দালালদের দাপাদাপি স্বাস্থ্যকেন্দ্রে, সরব চিকিত্সক!