‘আমায় প্রাণে মেরে দেবে বলেছে ওরা’, দালালদের দাপাদাপি স্বাস্থ্যকেন্দ্রে, সরব চিকিত্সক!
COVID Vaccination: ডিহিবাত স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার প্রহ্লাদ হাইতের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি লক্ষ্য় করছেন, টিকার (COVID Vaccine) জন্য নাম লিখিয়ে টিকা পাচ্ছেন না সাধারণ মানুষ। অবাধে চলছে টিকা পাচার।
হুগলি: স্বাস্থ্যকেন্দ্রেই দালাল চক্রের রমরমা! লাইন দিয়েও মিলছে না টিকা (COVID Vaccine)। অভিযোগ করলেন খোদ স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার চিকিত্সক প্রহ্লাদ হাইত। অভিযোগ, টিকা এলেও টিকা চলে যাচ্ছে বাইরে। ফলে এলাকার মানুষ টিকা পাচ্ছেন না। সমস্যায় পড়ছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত আরামবাগ পুরশুড়ার ডিহিবাত এলাকা।
ডিহিবাত স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার প্রহ্লাদ হাইতের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি লক্ষ্য় করছেন, টিকার (COVID Vaccine) জন্য নাম লিখিয়ে টিকা পাচ্ছেন না সাধারণ মানুষ। অবাধে চলছে টিকা পাচার। মোটা টাকার বিনিময়ে এলাকার বাইরের মানুষদের দেওয়া হচ্ছে টিকা। ফলে, পুরশুড়া জুড়ে দেখা দিয়েছে টিকাসঙ্কট। এর নেপথ্যে সক্রিয় দালাল চক্র রয়েছে বলে অভিযোগ করেছেন ওই চিকিত্সক। শুধু তাই নয়, স্বাস্থ্য়কেন্দ্রের কর্মীরাই এই দালাল চক্রের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ চিকিত্সকের।
মেডিক্যাল অফিসার প্রহ্লাদ হাইতের কথায়, “আমি অনেকদিন ধরেই খেয়াল করেছি, টিকার জন্য নাম লিখিয়ে লাইন দিয়েও সাধারণ মানুষ টিকা পাচ্ছেন না। আমি জানি এর নেপথ্যে কারা রয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মীদেরই একাংশ এই দালাল চক্রে যুক্ত। শুধু তাঁরাই নন, বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিও এর পেছনে রয়েছে। চক্রের পাণ্ডারা আমায় হুমকিও দিয়েছে। আমায় প্রাণে মেরে দেবে বলেছে ওরা আমি ইতিমধ্যেই সমস্ত প্রমাণ-সহ বিএমওএইচ ও সিএমওএইচ-কে মেইল করেছি। এছাড়াও অন্যান্য উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছি। আশা করছি দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় এক বাসিন্দার কথায়, “আমরা গরিব মানুষ। টিকা নিতে এসেও টিকা পাচ্ছি না। বাইরের লোক এসে সব টিকা নিয়ে যাচ্ছে। মোটা টাকা দিচ্ছে তারা। আমরা ওত টাকা কোথায় পাবো! ‘টিকা নেই’বলছে, এদিকে বাইরে থেকে এসে লোকে টিকা নিয়ে যাচ্ছে। আমরা চাই, আমাদের টিকার ব্যবস্থা দ্রুত করা হোক। আমরা আমাদের প্রাপ্য টিকা যেন পেতে পারি।” ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যদিও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয়দের অভিযোগ, এই চক্রের পেছনে কোনও রাজনৈতিক নেতৃত্বের হাতও থাকতে পারে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ধরনের কোনও অভিযোগের কথা এখনও কানে আসেনি। তবে যদি কোনও দালালচক্র সক্রিয় হয়ে থাকে সেক্ষেত্রে কড়া আইনি পদক্ষেপ করা হবে। যদিও, শাসক শিবিরের অভিযোগ, কেন্দ্রের তরফেই রাজ্যে কম টিকা পাঠানো হচ্ছে। সেইজন্য়ই টিকার জোগান কম। পাল্টা, বিরোধী পদ্ম শিবিরের দাবি, টিকা নিয়ে রাজ্য সরকার দুর্নীতি করেই চলেছে। তারই ফসল এই সক্রিয় দালালচক্র। কাটমানি ছাড়া রাজ্যের শাসক দল কোনও কাজ করে না। তাই সাধারণ মানুষ তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলেই দাবি বিজেপির। আরও পড়ুন: ‘এত ছোট বাচ্চাদের মনে এইসব…’, সহপাঠিনীর উপর যৌন নির্যাতন, ভাইরাল ভিডিয়ো!