Durgapur Gas leak: দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস দুর্ঘটনা, মৃত ৩ ঠিকা শ্রমিক, অসুস্থ অনেকে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 18, 2022 | 7:02 PM

Paschim Bardhaman: কোনও ভাবে পাইপ লাইন থেকে গ্যাস বের হয়েছিল বলে জানা যাচ্ছে। ফলত প্রত্যেকেই অচেতন হয়ে পড়ে। এরপর জানাজানি হলে বাকি শ্রমিকরা অসুস্থদের উদ্ধার করে নিয়ে যায় প্যান্ট মেডিক্যাল হাসপাতালে।

Durgapur Gas leak: দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস দুর্ঘটনা, মৃত ৩ ঠিকা শ্রমিক, অসুস্থ অনেকে
দুর্গাপুরে গ্যাস দুর্ঘটনা (নিজস্ব ছবি)

Follow Us

দুর্গাপুর: দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস লিক। অসুস্থ ছয়জন ঠিকা শ্রমিক। গ্যাস লিক করার ফলেই ঘটে যায় দুর্ঘটনা। এরমধ্যে তিনজনের অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে দু’জনের প্রাণ সংশয় রয়েছে। একজনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় ঠিকা শ্রমিকরা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

সূত্রের খবর, আজ সকাল এগারোটা নাগাদ গ্যাসের পাইপ লাইনের কাছে কাজ করছিলেন কয়েকজন ঠিকা শ্রমিক। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারা। কোনও ভাবে পাইপ লাইন থেকে গ্যাস বের হয়েছিল বলে জানা যাচ্ছে। ফলত প্রত্যেকেই অচেতন হয়ে পড়ে। এরপর জানাজানি হলে বাকি শ্রমিকরা অসুস্থদের উদ্ধার করে নিয়ে যায় প্যান্ট মেডিক্যাল হাসপাতালে। অর্থাৎ প্ল্যান্টের ভিতর যে ইউনিট সেখানে। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও দুর্গাপুর বেসরকারি হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়। এদের নাম নাম অরূপ মজুমদার, স্বজন চৌহান, পিন্টু যাদব ও সন্তোষ চৌহান। এরা সবাই কারখানার ঠিকা শ্রমিক বলে জানা গেছে ।

ঘটনায় এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমাদের এক কর্মী সে সিন্টু যাদব। সে আজ গ্যাস কারখানায় কাজ করছিল। কোনও ভাবে গ্যাস লিক করে যায়। আর তার ফলে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে থাকে অনেকক্ষণ। এরপর তাঁকে উদ্ধার করে প্ল্যান্ট মেডিক্যালে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।”

আরও পড়ুন: Child Marriage: পাড়ার কাকিমার উদ্যোগে আয়োজন হয়েছিল নাবালিকার বিয়ের, মেয়ের বাবা জানতেই…

আরও পড়ুন: Asha Workers Agitation: ‘কোনও প্রতিশ্রুতিই তো রাখল না সরকার!’ ধর্মতলায় আজ বেগুনি মিছিল

আরও পড়ুন: Gold FTF: ৫২ হাজার ছাড়াতে পারে সোনার দাম, জানুন এর পেছনের কারণ

Next Article