Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: রানিগঞ্জে ডাকাতদলের সঙ্গে গুলির লড়াই! জখম তিন, গ্রেফতার ৪

Asansol: রামবাগানের বাসিন্দা সুন্দর ভালোটিয়ার বাড়িতে একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

Asansol: রানিগঞ্জে ডাকাতদলের সঙ্গে গুলির লড়াই! জখম তিন, গ্রেফতার ৪
আসানসোলে ডাকাতির চেষ্টা রবিবার রাতে। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 1:02 AM

আসানসোল: ডাকাতিতে বাধা পেতেই গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদলের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। এই ঘটনায় জখম হন তিনজন। চারজনকে গ্রেফতারও করে পুলিশ। রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার রামবাগান এলাকায়। অভিযোগ, এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আতঙ্কিত এক এলাকাবাসীই পুলিশকে ফোন করে বিস্তারিত জানান। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই সশস্ত্র ডাকাতদল গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। পুলিশও প্রতিরোধে পাল্টা গুলি চালায়। মুহুর্মুহু গুলির আওয়াজে কেঁপে ওঠে এলাকা। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তমের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এদিন রাতে এলাকা ঘিরে ফেলে। ডাকাতদল পালালেও তল্লাশি জারি থাকে। জানা গিয়েছে, ডাকাতদলের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একজন পুলিশ ও দু’জন এলাকার বাসিন্দা রয়েছেন। পুলিশ চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশ কমিশনার বলেন, ডাকাত দলের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে এক ব্যাগ বোমা ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র।

রবিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে। রামবাগানের বাসিন্দা সুন্দর ভালোটিয়ার বাড়িতে একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তাঁরা এই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ছক নিয়ে ঢুকেছিল বলেই অভিযোগ। এরইমধ্যে এক প্রতিবেশীকে বিষয়টি সুন্দর ভালোটিয়া জানান। তিনিই খবর দেন পুলিশে।

এদিকে পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় ঢুকতেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। স্থানীয়রা জানান, প্রতিরোধের জন্য পাল্টা বন্দুক উঁচিয়ে ধরে পুলিশও। সেই গুলির লড়াইয়েই এলাকার দু’জন বাসিন্দা আহত হন। তাঁদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালাতে থাকে। যদিও সবরকম ঝুঁকি নিয়েই পুলিশ চারজনকে ধরে ফেলে বলে প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান। বাকিরা এলাকায় কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে বলেই অনুমান করে শুরু হয় তল্লাশি।

রবিবারের রাতে শিল্পাঞ্চল জুড়ে নাকা চেকিং শুরু করা হয়েছে পুলিশের তরফে। রানিগঞ্জ থেকে বাইরে বেরোনোর সমস্ত রাস্তা সিল করে তল্লাশি শুরু করা হয়। অভিযোগকারী ব্যবসায়ীর এক আত্মীয় রাম ভালোটিয়া জানান, রাত আটটার পরে ডাকাতরা ঢুকে পড়ে। তার মধ্যে চারজন প্রথমেই ঢুকে বাড়ির মহিলাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। যদিও বুদ্ধি ও সাহস করে একজন ফোন করেন প্রতিবেশীকে।

রামবাগান মূলত ডাক্তার এবং উকিলদের এলাকা। মূলত অভিজাত এলাকা এটি। অভিযোগ, এদিন রাতে সাত থেকে আটজন সশস্ত্র দুষ্কৃতী সেখানে আসে। দু’টো দলে ভাগ হয়ে একটি দল সুন্দর ভালোটিয়ার বাড়ির নীচের তলায় ঢোকে। অপর দল উপরের তলায় চলে যায়। যদিও রানিগঞ্জ থানার পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন এলাকার লোকজন।

আরও পড়ুন: Asansol: আদালতে চাকরির জন্য পরীক্ষা, প্রার্থীদের কারও কাছে ভ্যানিশিং কালি, কারও কাছে ভুয়ো অ্যাডমিট কার্ড! আটক ২৫

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'