Mamata Banerjee: অল্পের জন্য রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী, মৃত্যুঞ্জয় মন্ত্রে যজ্ঞ হল মমতার নামে

Mamata Banerjee: শুধু মমতার জন্যই নয়, বিশ্বশান্তির স্বার্থেও যজ্ঞ করেছেন তৃণমূলের কর্মীরা।

Mamata Banerjee: অল্পের জন্য রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী, মৃত্যুঞ্জয় মন্ত্রে যজ্ঞ হল মমতার নামে
মমতার জন্য যজ্ঞ আসানসোলে (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 6:29 PM

আসানসোল: বিমান দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় ও দীর্ঘায়ু কামনা করে হোমযজ্ঞের আয়োজন করলেন তৃণমূল কর্মীরা। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বেলিয়াবাথানে এই পুজোর ব্যবস্থা করা হল শনিবার। উদ্যোক্তাদের দাবি, এই পুজোর মাধ্যমে তাঁরা শুধু মমতার দীর্ঘায়ু কামনাই নয়, যুদ্ধোত্তর পরিস্থিতিতে বিশ্বশান্তিরও কামনা করেছেন এ দিন। তৃণমূল কর্মীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখ্যমন্ত্রীর ক্ষতি হলে, গোটা রাজ্যে তার প্রভাব পড়বে। তাই মমতার কল্যান কামনায় এই যজ্ঞ করা হয়েছে।

শনিবার রানিগঞ্জের বেলিয়াবাথান কালী মন্দিরে এই পুজোর আয়োজন করা হয়। স্থানীয় পুরোহিতকে ডেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যপ করানো হয়। চার কেজি ঘি সহকারে যজ্ঞের আয়োজনও করা হয়। আসানসোল দক্ষিণ যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা উদ্যোগ নিয়ে পুজো আর্চার সঙ্গে হোমযজ্ঞ করেন। প্রসাদ বিলি করা হয় গ্রামবাসীদের।

বারাণসী থেকে ফেরার পথে বিভ্রাট হয় মুখ্যমন্ত্রীর বিমানে। হঠাৎই উচ্চতা কমে যায় বিমানের। যে উচ্চতায় বিমান ওড়ার কথা ছিল, তার থেকে বেশ খানিকটা নীচে নেমে যায় বিমানটি। মাঝ আকাশে কেঁপে ওঠে বিমান। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিমান চালক। রাজ্য সরকারের ভাড়া করা বিমানে সফর করছিলেন মুখ্যমন্ত্রী। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, ‘রুট ক্লিয়ারেন্সের’ কোনও সমস্যা ছিল? নাকি আবহাওয়ার কোনও পরিবর্তনে এই ঘটনা! সেই ঘটনার পরই এই যজ্ঞের উদ্যোগ নেওয়া হল।

গ্রামের বাসিন্দা অজিত মাহাতো এ দিন বলেন, ‘আমাদের একটাই ভয়, এ ভাবে যুদ্ধ চলতে থাকলে, গোটা পৃথিবীটাই একদিন শেষ হয়ে যাবে। তাই আমরা চাই দ্রুত শান্তি ফিরে আসুক।’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বিপদের মুখে পড়েছিলেন। ওনার কিছু হলে রাজ্যবাসীর কী হবে, তা ভেবেই আমরা আতঙ্কিত। তাই ওনার দীর্ঘ জীবন কামনা করে পুজো দিলাম।’ আগামী দিনেও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় প্রার্থনা করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন : Madhyamik 2022: সোমবার থেকে শুরু মাধ্যমিক, সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদ সভাপতির

আরও পড়ুন : IMA Election: হাতাহাতি থেকে চড়, ধরা পড়ল ভুয়ো ভোটারও! পুরভোটকেও হার মানাচ্ছে চিকিৎসকদের নির্বাচন