Durgapur: ‘সহপাঠীকে নিয়ে যা বলেছিলেন…’, সাক্ষ্য দিলেন দুর্গাপুরের নির্যাতিতা
শুক্রবার আদালতের রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে নির্যাতিতার সাক্ষ্য নেওয়া হয়। নির্যাতিতার পরিচয় গোপন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানির দিন শনিবার ধার্য করা হয়েছে।

দুর্গাপুর: দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রীর নির্যাতন মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে সাক্ষ্য দেন নির্যাতিতা ছাত্রী। গত বছর দুর্গাপুরের মেডিক্যাল কলেজের এক ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। একমাসের মধ্যে আদালতে চার্জশিট জমা করে পুলিশ। নির্যাতিতার সহপাঠী-সহ ছয় অভিযুক্তের জামিন খারিজ করে আদালত, শুরু হয় শুনানি প্রক্রিয়া।
শুক্রবার আদালতের রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে নির্যাতিতার সাক্ষ্য নেওয়া হয়। নির্যাতিতার পরিচয় গোপন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানির দিন শনিবার ধার্য করা হয়েছে। অভিযোগকারিণীর আইনজীবী পার্থ ঘোষ জানান, নির্যাতিতার সাক্ষ্য মামলাটিকে দ্রুত বিচারের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী শেখর কুণ্ডু জানিয়েছেন, মামলার ট্রায়াল চলছে এবং বয়ানে কোনও অসঙ্গতি নেই।
নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ বলেন, “নির্যাতিতা যে বয়ান দিয়েছে, তা সামনে আনা যাবে না। অভিযোগ প্রমাণিত হবে। বয়ান পরিবর্তন হয়নি। অনেক সময়ে একই কথা দু-তিন বার করে বললে কিছুটা বদলায়, সেটাই স্বাভাবিক। এখানে কাউকে ফাঁসানোর নেই।”
অভিযুক্ত সহপাঠীর আইনজীবী শেখর কুণ্ডু বলেন, “সবাইকে চিনেছে। যা বলেছে, তার সঙ্গে বয়ানে কোনও অসঙ্গতি নেই। সহপাঠীকে নিয়ে যা বলা ছিল আগে, সেটাই বলেছে। শেষ বয়ানেই অনড় রয়েছেন।”
