Crime News: নিষিদ্ধপল্লি এলাকা থেকে গ্রেফতার বোনকে খুনে অভিযুক্ত দাদা, একই জায়গায় মিলল আরও ২ ঘটনার অভিযুক্ত
Asansol: বাঁকুড়ার কেশিয়াকোলে একটি নীল রঙের গাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই গাড়িতে ছিলেন সাদ্দাম শেখ নামে এক যুবক। অন্যদিকে আসানসোলে একটি পেট্রোল পাম্পে গুলি চালানোর ঘটনা ঘটে। এই দুই ঘটনায় একই দুষ্কৃতী যুক্ত বলে অভিযোগ।
আসানসোল: বোনকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে আসানসোল দক্ষিণ থানার খটিকপাড়া এলাকায়। সেই ঘটনায় শুক্রবার কুলটির নিয়ামতপুরের নিষিদ্ধপল্লি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় রাহুল সোনকারকে। অন্যদিকে সালানপুরে পেট্রোল পাম্পে গুলি ও বাঁকুড়ায় সাদ্দাম শেখকে গুলির ঘটনায়ও দু’জনকে গ্রেফতার করা হয়। কাকতালীয়ভাবে এদিন বাকি দু’জনকেও গ্রেফতার করা হয় নিষিদ্ধপল্লি সংলগ্ন ওই একই বাড়ি থেকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল এস এস কুলদীপ ও ডিসি পশ্চিম অভিষেক মোদী জানান, ধৃতদের শনিবার আদালতে তোলা হবে। পুলিশি হেফাজতে চেয়ে জেরা করা হবে।
আসানসোল দক্ষিণ থানার খটিকপাড়ায় বোনকে গুলি করে খুন করার অভিযোগে রাহুল সোনকারকে গ্রেফতার করার পাশাপাশি এদিন খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করে পুলিশ। অন্যদিকে সালানপুরে পেট্রোল পাম্পে গুলি চালনার ঘটনায় ব্যবহৃত স্কুটি ও আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
সালানপুরে পেট্রোল পাম্পে গুলি চালনার ঘটনায় গ্রেফতার করা হয় হিরাপুরের প্রতাপ দাস ও নিয়ামতপুরের সোহন সিংকে। এদিকে এই দুই যুবকই বাঁকুড়ার ঘটনাতেও যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। এদিন অভিযানে আসানসোল পুলিশের পাশাপাশি ছিল বাঁকুড়া পুলিশও।