পশ্চিম বর্ধমান: ভোট মিটলেও মেটেনি বঙ্গযুদ্ধ। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ উঠল বিজেপি শিবিরের দিকে। কাঁকসার বিরুডিহা বাসস্ট্যান্ডে বেশ কিছুদিন ধরে মুখ্য়মন্ত্রীর (Mamata Banerjee) ছবি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ।
শাসক শিবিরের অভিযোগ, বেশ কিছুদিন ধরে রাতের বেলা তৃণমূলের ব্যানার পোস্টার দিলেই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবিটি কেউ বা কারা ব্লেড দিয়ে কেটে দিয়ে যাচ্ছে। প্রতিবারই এই ঘটনা ঘটছে রাতের বেলা। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করছে।
বিরুডিহার তৃণমূল নেতা সত্য়জিৎ মুখোপাধ্যায়ের কথায়, “আমরা বেশ কিছুদিন ধরে দেখছি এই ঘটনা ঘটে চলেছে। দিদির ছবিতে শুধু মুখটাই ব্লেড দিয়ে কেটে দেওয়া হচ্ছে। প্রথমে ভেবেছিলাম কোনও নেশাগ্রস্ত ব্যক্তির কাজ। পরে দেখলাম, হোর্ডিং-ব্যানার দিলেই এমন হচ্ছে। তারমানে, কেউ বা কারা ইচ্ছে করেই এটা করছে। আর সেটা বিজেপি ছাড়া আর কেউ হতে পারে না।”
পাল্টা, অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সহ-সভাপতি রমেন শর্মার কথায়, “আমরা এমন কাজ করি না। সম্পূর্ণ মিথ্যা এই অভিযোগ। আসলে অনেক মিথ্যা কথা বলে তো ক্ষমতায় এসেছে তৃণমূল। মহিলাদের মাসে পাঁচশো-হাজার টাকা করে দেওয়ার কথা বলেছিলেন মুখ্য়মন্ত্রী, কিন্তু সেই কথা রাখেননি। তাই ক্ষোভে সাধারণ মানুষই এই পদক্ষেপ করেছে।”
মঙ্গলবার, বিরুডিহা মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। উল্লেখ্য, নির্বাচন আবহেও বীরভূমে একবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ছবি বিকৃতির অভিযোগ উঠেছিল। বিধানসভা নির্বাচনের দলবদল পর্বে অনেকেই ‘পোস্টার-বিতর্কের’ সম্মুখীন হয়েছেন। আরও পড়ুন: ‘কাল যা পদ্মফুল, আজ তা জোড়াফুল!’ দুবরাজপুরে রাতারাতি ভোল বদল দলীয় কার্যালয়ের