বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের পর আগুন ধরানোর অভিযোগ

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের অশান্তি  দুর্গাপুরের (Durgapur) পান্ডবেশ্বরে।

বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের পর আগুন ধরানোর অভিযোগ
ভাঙচুরের পর ধরিয়ে দেওয়া হয় আগুন

Apr 13, 2021 | 4:28 PM

দুর্গাপুর: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের অশান্তি  দুর্গাপুরের (Durgapur) পান্ডবেশ্বরে। বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দুর্গাপুরের ফরিদপুর ব্লকের কৈলাসপুর এলাকায় বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বর বিধানসভায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, প্রত্যেক দিনই তাঁদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা।

আরও পড়ুন: ভোটের আগেই বাড়ি থেকে উদ্ধার অস্ত্র-বোমা! গ্রেফতার বিজেপি নেতা

সোমবার রাত দেড়টা নাগাদ ওই বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল কর্মীরা পাল্টা অভিযোগ করছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ।