দুর্গাপুর: রাত বারোটা নাগাদ আচমকাই বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠেন স্থানীয়রা। শব্দের উৎসস্থল খুঁজতে গিয়ে দেখেন একটি বাড়ির ধ্বংসস্তূপের পাশে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন এক ব্যক্তি। আরও কয়েকজন আহত। ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) আবারও বোমা বিস্ফোরণে (Bomb Blast) মৃত্যু এক ব্যক্তির। আহত হয়েছেন আরও তিন জন। এবার ঘটনাস্থল দুর্গাপুরের পাণ্ডবেশ্বর। বিস্ফোরণে মৃত ব্যক্তির নাম সরবন চৌধুরী (৩৯)।
স্থানীয়দের দাবি, পাণ্ডবেশ্বরের একটি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই বিস্ফোরণ হয়। সরবন চৌধুরী নামে ওই ব্যক্তি ওই বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন জন। প্রত্যেকেই বিস্ফোরণে আহত। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর আহত অবস্থাতেই তাঁরা এলাকা ছেড়ে পালান।
আরও পড়ুন: তৃণমূল আইএসএফ সংঘর্ষে নিহত ১, উত্তপ্ত বারুইপুরে বেপরোয়া বাড়ি ভাঙচুর
স্থানীয়রাই গুরুতর আহত সরবনকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে এলাকায় কর্তৃত্ব কায়েম করতেই তৃণমূলের দুস্কৃতীরা বোমা বাঁধছিল। তদন্ত শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ। যদিও তৃণমূলের পাল্টা দাবি, বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল।
এক নজরে ভোট রাজ্যে বোমাবাজি
৫ জানুয়ারি
পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি
১৩ ফেব্রুয়ারি
উত্তর ২৪ পরগনায় বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়ি লক্ষ্য করে বোমা
১৭ ফেব্রুয়ারি
নিমতিতা স্টেশনে বোমা ফেটে জখম হন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন।
৯ মার্চ
নদিয়ার চাপড়ায় তাজা সকেট বোমা উদ্ধার হয়। ভাঙড়ে উদ্ধার হয় ১৮০ টি তাজা বোমা।
১৫ মার্চ
উত্তর হাবরায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে বোমা।
১৭ মার্চ
ভাটপাড়ায় বোমাবাজিতে আহত তৃণমূল কর্মী।
কাঁকুড়গাছিতে তৃণমূল অফিসের সামনে বোমাবাজি, আহত হয়েছিলেন ১ জন।
লাভপুরে হাতিয়াগ্রামে বোমাবাজি হয়।
২২ মার্চ
বর্ধমানের রসিকপুরে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু পাঁচ বছরের শিশুর
২৩ মার্চ
ভাঙড়ের বামুনিয়ায় উদ্ধার ১৩ টি বোমা, চাপড়ায় ৬টি সকেট বোমা উদ্ধার