আসানসোল: তৃণমূলের (TMC) এজেন্ট বসেছিলেন বুথের ভিতরে। মাথায় টুপি ছিল তাঁর। বুথ পরিদর্শনে গিয়ে সেই টুপি খুলে নিয়ে বাইরে চলে এলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সপ্তম দফা নির্বাচনে (West Bengal Assembly Election 2021 Phase 7) বেনজির কাণ্ড আসানসোলের দক্ষিণে। প্রার্থীর কীর্তিতে চমকে উঠলেন প্রত্যেকেই। কী হয়েছে? প্রথমটায় ঠাওর করতে পারেননি কেউই। পরে ফাঁস হয় টুপি-রহস্য।
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভক্তারনগর হাইস্কুলের ঘটনা। বুথ পরিদর্শনে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ২৮৭ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টের মাথায় ছিল টুপি। তাতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।
বিজেপি প্রার্থীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালা টুপি পরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন ওই পোলিং এজেন্ট। তাই তিনি তাঁর মাথা থেকে টুপি খুলে বুথের বাইরে চলে আসেন। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকেও জানাবেন বলে জানিয়েছেন।
বুথের প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল। এই বিষয়টিও তিনি নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন।