West Bengal Assembly Election 2021: ভোটের চার দিন আগেই বীরভূমে পুলিশি রদবদল

আগামী ২৯ এপ্রিল বীরভূমে (Birbhum) দফার নির্বাচন (West Bengal Assembly Election 2021)। ঠিক চার দিন আগেই বীরভূমে দুই ওসি-সহ তিন জন পুলিশ আধিকারিককে বদল করা হল।

West Bengal Assembly Election 2021: ভোটের চার দিন আগেই বীরভূমে পুলিশি রদবদল
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 26, 2021 | 10:21 AM

বীরভূম: আগামী ২৯ এপ্রিল বীরভূমে (Birbhum) দফার নির্বাচন (West Bengal Assembly Election 2021)। ঠিক চার দিন আগেই বীরভূমে দুই ওসি-সহ তিন জন পুলিশ আধিকারিককে বদল করা হল। নলহাটি থানার ওসি কোভিড আক্রান্ত। দুবরাজপুরেও নিযুক্ত করা হয়েছে নতুন ওসি। বিদায়ী ওসিকে এখনই কোনও পোস্টিং দেওয়া হয়নি। দুবরাজপুরের নতুন ওসি হলেন প্রসেনজিৎ দত্ত।

বীরভূম অতি স্পর্শকাতর একটি এলাকা। গত কয়েকদিনে বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূম। শান্তিপূর্ণ ওসুষ্ঠুভাবে ভোট করানোই কমিশনের চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বীরভূমের পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে।

উল্লেখ্য, নন্দীগ্রাম ভোটের দিন নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। নন্দীগ্রামের নির্বাচনের সকাল থেকেই একেবারে দাবাং স্টাইলে দেখা গিয়েছিল এই আইপিএস অফিসারকে। রণক্ষেত্র নন্দীগ্রামের বয়াল বুথের মধ্যে সকলের নজর কেড়েছিলেন এই অফিসার। বীরভূমের মতো স্পর্শকাতর এলাকাতে নির্বাচন কমিশন যে তাঁর ওপর আস্থা রেখেছে, তা বেশ খানিকটাই স্পষ্ট হল।

আরও পড়ুন: বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, ভোটারদের বাধা, উত্তপ্ত রানিনগর

বীরভূমের এসপি ও বোলপুরের এসডিপিওকেও সরিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনের যে কোনও কাজের সঙ্গেই তাঁরা আর যুক্ত হতে পারবেন না, জারি করা হল নির্দেশিকাও।