Ghatal: ভোটের মুখে আরও জোরদার দেব-হিরণের লড়াই! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

Ghatal: ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর অঞ্চলের ৫৩ নম্বর বুথ দীর্ঘ গ্রামে ১২ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। 

Ghatal: ভোটের মুখে আরও জোরদার দেব-হিরণের লড়াই! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ
ঘাটালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2024 | 3:28 PM

ঘাটাল:  ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান।  ২৫ তারিখ ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল ১২ টি পরিবার। দাবি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের।

ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর অঞ্চলের ৫৩ নম্বর বুথ দীর্ঘ গ্রামে ১২ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।  তিনি বলেন, “তৃণমূল সরকারের এই মুখোশ খুলে গিয়েছে। দুর্নীতি দেখতে দেখতে মানুষ বিরক্ত। তাই সে দলে আর থাকতে চাইছে না।” এই যোগদান নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝির। তাঁর দাবি, “ওই পরিবারগুলি একসময় বিজেপিতে ছিল। আজকে বিজেপিতে যোগদান করল। এটা দেখিয়ে ওরা আসলে নাটক করছে।”

দেব-হিরণের লড়াই নিয়ে এমনিতেই তপ্ত রয়েছে ঘাটাল। হিরণ সম্প্রতি দেবের একটি অডিয়ো প্রকাশ্যে এনেছেন। (যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা) সেখানে দেখা যাচ্ছে নিয়োগ দুর্নীতিতে দেবের নাম ওঠে। দেব যদিও বলেছেন, কন্ঠ এডিট করা হয়েছে। এরই মধ্যে তপ্ত পরিস্থিতিতে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।