Viral: ‘মৃত্যুর উন্নতি সাফল্য কামনা’, পঞ্চায়েতের লেটারপ্যাডে এ কেমন অদ্ভুত লেখা?
Viral Letter of Panchayet: ভাইরাল হওয়া ওই লেখাটির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে পঞ্চায়েতের লেটারপ্যাডে এমন লেখা দেখে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
মেদিনীপুর: ‘মৃত্যুর উন্নতি সাফল্য কামনা’। এমন কথা শুনেছেন কখনও? সম্প্রতি এমনই একটি লেখা ভাইরাল হয়েছে। তাও আবার সেটি লেখা হয়েছে পঞ্চায়েত অফিসের লেটারপ্যাডে। ওই লেখাটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতিরর অন্তর্গত পাথরা গ্রাম পঞ্চায়েতের লেটারপ্যাডে লেখা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। লেখার নীচে পঞ্চায়েত প্রধানের স্ট্যাম্প সহ সইও রয়েছে। সেখানে লেখা রয়েছে, এক ব্যক্তি ‘গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি ১-১২-২০২২ সালে মারা যান এবং বর্তামেন উনি মৃত। আমি উক্ত ব্যক্তি জানি ও চিনি। উহার মৃত্যুর উন্নতি সাফল্য কামনা করি।’ যদিও ভাইরাল হওয়া ওই লেখাটির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে পঞ্চায়েতের লেটারপ্যাডে এমন লেখা দেখে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
এদিকে পঞ্চায়েতের লেটারপ্যাডে এমন অদ্ভুত লেখার বিষয়ে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেননি। যোগাযোগ করা হয়েছিল ওই পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মণ্ডলের সঙ্গেও। তিনি অবশ্য বলছেন, কেন এমন লেখা রয়েছে, সেই ব্যাখ্যা প্রধানই দিতে পারবেন। হয়ত ভুলবশতই এটা হয়েছে। ভাইরাল হওয়া এই লেখার বিষয়ে যোগাযোগ করা হয়েছিল তৃণমূলের মেদিনীপুর সদর ব্লক সভাপতি মুকুল সামন্তর সঙ্গেও। তিনিও বলছেন, যে কোনও কারণেই হোক লেখাটি হয়ত ভুল হয়ে গিয়েছে। এমন লেখা একদমই উচিত হয়নি বলে মনে করছেন তিনি।
তবে বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধী শিবির। বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস প্রশ্ন তুলে দিয়েছেন, পঞ্চায়েতের থেকে এমন লেখা কীভাবে হতে পারে। বলছেন, ‘একজন জনপ্রতিনিধি, যিনি একটি অঞ্চলের প্রধান, তিনি জানেনই না কোথায় কী লিখতে হয়। তৃণমূলের সমস্ত নেতাই অশিক্ষিত।’ মাস খানেক আগে পঞ্চায়েতের লেটারহেডে লেখা ওই অংশটুকু নিয়ে শাসক শিবিরকে সমালোচনায় বিঁধতে শুরু করে দিয়েছে বিজেপি।