AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Medinipur: গরমের হাত থেকে বাঁচতে রাতে শুয়েছিলেন ছাদে, সেখান থেকে পড়েই মৃত্যু উলুবেড়িয়ার ব্যক্তির

Paschim Medinipur: তীব্র গরমের কারণে শনিবার রাতে উপাবাবু তাঁর আত্মীয়ের বাড়ির ছাদে ঘুমাতে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন রাতেই আচমকা একটা আওয়াজ শুনতে পান তাঁরা।

Paschim Medinipur: গরমের হাত থেকে বাঁচতে রাতে শুয়েছিলেন ছাদে, সেখান থেকে পড়েই মৃত্যু উলুবেড়িয়ার ব্যক্তির
ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 2:27 PM
Share

গঙ্গাদাসপুর: এখনও দক্ষিণবঙ্গে (South Bengal) পা রাখেনি বর্ষা। গরমে পুড়ছে বাংলা। এদিকে তীব্র গরমের জ্বালা থেকে বাঁচতে বাড়ির ছাদে ঘুমাতে গিয়েছিলেন এক ব্যক্তি। তাতেই হল বিপত্তি। ঘুমন্ত অবস্থায় ছাদ থেকে পড়ে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Pashim Medinipur) জেলার গঙ্গাদাসপুর গ্রামে। সূত্রের খবর, ক্ষীরপাইয়ের গঙ্গাদাসপুর গ্রামে বাবলু পাতরের বাড়িতে শীতলা পুজো দেখতে এসে ছিলেন উলুবেড়িয়ার অভিরামপুর গ্রামের উপা প্রামানিক (৪৬)। তীব্র গরমের কারণে শনিবার রাতে উপাবাবু তাঁর আত্মীয়ের বাড়ির ছাদে ঘুমাতে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন রাতেই আচমকা একটা আওয়াজ শুনতে পান তাঁরা। মনে হয় কিছু যেন একটা পড়ে গেল।

ছুটে বাইরে বেরিয়ে দেখেন ঘুমন্ত অবস্থাতেই ছাদ থেকে পড়ে গিয়েছেন উপাবাবু। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে দেন। রবিবার সকালে খবর পেয়ে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটালে পাঠায়। উপাবাবুর মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। শোকের ছায়া উলুবেড়িয়ায় উপাবাবুর গ্রামেও। 

ঘটনায় এলাকার এক বাসিন্দা বলেন, “ওনার উলুবেড়িয়াতে বাড়িতে। আমাদের এখানে শীতলা পুজো দেখতে এসেছিলেন। রাতে কারেন্ট চলে গিয়েছিল। তখনই গরমের হাত থেকে বাঁচতে তিনি ছাদে শুতে যান। তারমধ্যেই এ ঘটনা ঘটে যায়। আমরা ওনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু, বাঁচানো গেল না।”