Kharar Municipal: ‘দলে ময়লা জমলে পরিষ্কারের অধিকার আছে’, পদত্যাগ করে জানালেন বিজেপির ভোটে জেতা তৃণমূলের সেই চেয়ারম্যান
Kharar: আজ দুপুরে ঘাটাল মহকুমা শাসকের কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন অদ্যুৎ মণ্ডল। ভোটাভুটিতে গতকাল বিজেপির সমর্থনে জয়ী হয়েছিলেন তিনি।
ঘাটাল: নাটকের সূত্রপাত হয়েছিল বুধবার থেকে। বিজেপির ভোটে জিতে পশ্চিম মেদিনীপুর খড়ার চেয়ারম্যান হয়েছিলেন অদ্যুৎ মণ্ডল। তবে গতকালই তৃণমূল বহিষ্কার করে তাঁকে। দল থেকে বহিষ্কৃত হওয়ার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার পুর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন খড়ার পুরসভায় নির্বাচিত চেয়ারম্যান অদ্যুৎ মণ্ডল।
আজ দুপুরে ঘাটাল মহকুমা শাসকের কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন অদ্যুৎ মণ্ডল। ভোটাভুটিতে গতকাল বিজেপির সমর্থনে জয়ী হয়েছিলেন তিনি। সূত্রের খবর, আজই সকালে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গিয়ে নেতৃত্বদের কাছে নিজেদের ভুল স্বীকার করেন অদ্যুৎ ও তাঁকে সঙ্গ দেওয়া তৃণমূলের অপর কাউন্সিলররা। এর কয়েকঘণ্টা পরই ঘাটাল মহকুমা শাসকের কাছে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন অদ্যুৎ মণ্ডল।
এই বিষয়ে অদ্যুৎ বলেন, “দলকে ছোট করা আমার লক্ষ্য নয়। দল আমার মাথায় থাকুক। তবে দলের কোথাও ময়লা জমলে তা পরিষ্কার করার অধিকার আমাদের আছে। শুধু নেতারাই ময়লা পরিষ্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত সেই কথায় আমি বিশ্বাসী নই। আমি সকলকে নিয়ে হাঁটতে পছন্দ করি। কোনও ব্লক লেভেল নেতৃত্বের হঠকারিতা আমি মানতে চাইনি। আমার বার্তা যা পাঠানোর ছিল পাঠিয়ে দিয়েছি। আমি মনে করি এক্ষেত্রে আমি সফল। কিন্তু আমায় যাঁরা সমর্থন করেছে তাঁদের মধ্যে ধরপাকড়ের ভয় ঢোকান হয়েছে।”
এই বিষয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “অদ্যুৎ মণ্ডল ও বাকি কাউন্সিলরদের হুমকি দেওয়া হয়েছে, তৃণমূলীরা এমনকী প্রাণেও মেরে ফেলতে চাইছে ওদের। আজকে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হল। এটা মোটেই ভাল খবর হতে পারে না। তৃণমূলের এই দলাদলীতে আগামীদিনে ওরা খড়ারবাসীর উন্নয়ন করতে পারবে না।”
কী ঘটেছিল বুধবার?
উল্লেখ্য, ১০ আসন বিশিষ্ট খড়ার পুরসভার ৮ টি তে তৃণমূল ও ২ টিতে বিজেপি জয়ী হয়। রাজ্য নেতৃত্বের তরফে খড়ার পৌরসভার ১০ নং ওয়ার্ডের জয়ী কাউন্সিলর সন্ন্যাসী দোলইকে চেয়ারম্যান হিসাবে মনোনীত করে পাঠায়। গতকাল ছিল শপথ গ্রহণ। তাকে ঘিরেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দলের মনোনীত চেয়ারম্যানকে মেনে না নিয়ে ৭ নং ওয়ার্ডের জয়ী কাউন্সিলর অদ্যুৎ মণ্ডলকে চেয়ারম্যান করার দাবিতে তৃণমূলের একাংশ পুরসভার সামনে তুমুল বিক্ষোভ করে। নামানো হয় বিশাল পুলিশ বাহিনী।
চাপে পড়ে শেষমেশ ভোটাভুটি শুরু হয় নতুন করে। আর এতেই নাটকীয় মোড় নেয়। ৬-৪ ভোটে জয়ী হন অদ্যুৎ মণ্ডল। তাঁর প্রাপ্ত ৬ টি ভোটের মধ্যে ২ টির সমর্থন ছিল বিজেপির দু’জন কাউন্সিলরের যা বিজেপির এক কাউন্সিলর স্বীকারও করে নিয়েছিলেন। আর এতেই তুমুল শোরগোল পড়ে যায় দেলাজুড়ে। ভোটাভুটিতে জয়ী হয়ে অদ্যুৎ মণ্ডল চেয়ারম্যান নির্বাচিত হয়। খড়ার পৌরসভার বোর্ড গঠন হয়। সেই ঘটনার একদিন পরেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিতর্কিত অদ্যুৎ মণ্ডল।
আরও পড়ুন: Memari Crime: বাড়ির উঠোনেই পড়ে প্রেমিকের দেহ, প্রেমিকা সহ পরিবারকে ধরে নিয়ে গেল পুলিশ