Ghatal: ঘাটাল মাস্টারপ্ল্যানে নতুন বিপত্তি! রাস্তায় নেমেছেন শতাধিক মহিলা
Ghatal: ঘাটাল মাস্টারপ্ল্যানের বিরুদ্ধে ঘাটাল ও দাসপুরে একাধিকবার বিক্ষোভ দেখা গিয়েছে। তাঁদের দাবি, উন্নয়নের নামে আদতে ঘাটালবাসীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে।

ঘাটাল: ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে চরম বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন জমি দিতে অনিচ্ছুক বাসিন্দারা। বিক্ষোভকারীদের বোঝাতে ঘাটালে চলছে প্রশাসনিক বৈঠক। অন্যদিকে, ঘাটাল মাস্টারপ্ল্যানের বিরুদ্ধে গলায় প্লাকার্ড ঝুলিয়ে আন্দোলনে সামিল শিলাবতী নদীর পাড়ে বসবাসকারী শতাধিক মহিলা।
ঘাটাল মাস্টারপ্ল্যানের বিরুদ্ধে ঘাটাল ও দাসপুরে একাধিকবার বিক্ষোভ দেখা গিয়েছে। তাঁদের দাবি, উন্নয়নের নামে আদতে ঘাটালবাসীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও ঘাটালের সাংসদ দীপক অধিকারীর দৃষ্টি আকর্ষণ করতে চান তাঁরা।
ঘাটাল পুরসভার তিন নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকার শতাধিক মহিলা বিক্ষোভে সামিল হয়েছে। তাদের দাবি, মাস্টারপ্ল্যান হোক কিন্তু ঘরবাড়ি, দোকান সব বাঁচিয়ে। রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পর শুরু হয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ।
বিক্ষোভ থামাতে যে বৈঠক হচ্ছে, সেখানে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা সেচ দফতরের আধিকারিক উত্তম হাজরা, মাস্টারপ্ল্যান মনিটারিং কমিটির সদস্য তথা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধক্ষ্য আশিস হুদাইত, ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক, দাসপুরের বিধায়ক। এই বিষয়ে জেলা সভাধিপতি প্রতিভা মাইতি বলেন, “অনেক মানুষ জেলাশাসকের কাছে তাদের সমস্যার কথা বলে এসেছেন। সমস্ত দিক খতিয়ে দেখতে এই আলোচনা চলছে।”
