আসানসোল: ওষুধ বোঝাই গাড়ি ও এলপিজি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ। দাউ দাউ করে জ্বলে ওঠে দুটি গাড়ি। গাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু হয় ৩ জনের। মর্মান্তিক দুর্ঘটনা আসানসোলের (Assansol) ২ নম্বর জাতীয় সড়ে কাল্লা মোড়ে।
ঘটনায় মৃত্যু হয়েছে ওষুধের গাড়ি চালক ও এক সাইকেল আরোহীর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক পথচারী। গাড়ির মধ্যেই জীবন্ত দ্বগ্ধ হয়ে মৃত্যু হয় ওষুধের গাড়ি চালকের। মৃতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, ওষুধ বোঝাই গাড়িটি ঝাড়খণ্ড থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে অর্থ্যাৎ দুর্গাপুর থেকে আসানসোলের দিকে ওই এলপিজি ট্যাঙ্কারটি আসছিল। রাস্তায় দুই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওষুধ ভর্তি গাড়ির চালক। তখনও গ্যাসের গাড়িটিকে ধাক্কা মারেন তিনি। মুহূর্তে আগুন ধরে যায় দুটি গাড়ির কেবিনে।
আরও পড়ুন: কবে থেকে খুলতে পারে টালা ব্রিজ! জানিয়ে দিলেন অতীন ঘোষ
ওষুধের গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তবে সম্ভবত গ্যাসের গাড়িটি খালি থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ স্থানীয়দের সাহায্যে গাড়ির মধ্যে থেকে চালক ও খালাসিদের উদ্ধার করে। দুর্ঘটনার শিকার দুই সাইকেল আরোহীকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওষুধের গাড়ির চালককে এখনও বের করা সম্ভব হয়নি।