এখন রেলের কোর্টে বল! সব ঠিকঠাক থাকলে কোন মাসে চালু হতে পারে টালা ব্রিজ?
২০২২ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন হতে পারে টালা ব্রিজের (Tara Bridge)। আশ্বাস কলকাতা পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষের (Atin Ghosh)।
কলকাতা: ২০২২ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন হতে পারে টালা ব্রিজের (Tala Bridge)। আশ্বাস কলকাতা পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষের (Atin Ghosh)।
তিনি জানিয়েছেন, গত ৯ মাসে ৫০ শতাংশের বেশি কাজ হয়ে গিয়েছে। রেল সহযোগিতা করলে আগামী ফেব্রুয়ারিতে টালা ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের জন্য বরাদ্দ আনুমানিক ৩৬৫ কোটি টাকার অর্ধেরই খরচ হয়ে গিয়েছে বলে জানান অতীন ঘোষ।
অতীন বলেন, “PWD আছে। সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে জেনেছি, ব্রিজের কাজ প্রায় ৫০ শতাংশ হয়ে গিয়েছে। গত অগাস্ট মাসে শুরু হয়েছে। আশা আছে, সব ঠিকঠাক চললে, রেলের সহযোগিতা ঠিক মতো পেলে আগামী বছর ফেব্রুয়ারিতে টালা ব্রিজে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”
আরও পড়ুন: রাজীব ইস্যুতে আড়াআড়ি বিভাজন তৃণমূলে! আপত্তি জানিয়ে ‘দিদি’কে অনুরোধ অনেকেরই
নতুন ব্রিজ তৈরি হলে টালা ট্যাঙ্কের জল সরবরাহের পাইপেও বদল হবে। সেক্ষেত্রে পাইপলাইনের কিছুটা অংশের জন্য রেললাইনের উপর সেতু তৈরি করা হবে। এই জন্য রেলের কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে। সেতুর উপর দিয়ে দক্ষিণের দিকে দুটি পাইপলাইন আনা হবে।