রাজীব ইস্যুতে আড়াআড়ি বিভাজন তৃণমূলে! আপত্তি জানিয়ে ‘দিদি’কে অনুরোধ অনেকেরই
কুণাল ঘোষের (Kunal Ghosh) কাছে নাকি তৃণমূলে (TMC) ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।
কলকাতা: কুণাল ঘোষের (Kunal Ghosh) কাছে নাকি তৃণমূলে (TMC) ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। রাজনৈতিক মহলে এখন রাজীব ইস্যু হট টপিক! আগামী সপ্তাহেই কি মা-মাটি-মানুষের ঘরে ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়? কিন্তু রাজীব প্রসঙ্গে এখন দ্বিধাবিভক্ত তৃণমূল শিবির। দলেরই দুই সাংসদ প্রকাশ্যে এবিষয়ে তাঁদের অনীহা প্রকাশ করেছেন।
রাজীবের ঘর ওয়াপসি জল্পনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেছেন, “রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভ্যালু ইজ় জিরো, সেটা প্রমাণ করে আমরা দেখিয়ে দিয়েছি। এরপর ওঁকে নিলে কী উপকারিতা হবে না অপকারিতা হবে, সেটা দল বুঝবে! কুণাল যদি সিদ্ধান্ত নেয় নেবে…”
অন্যদিকে আবার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Preasun Banerjee) সরাসরি বললেন, “দিদির কাছে অনুরোধ করব, অন্তত হাওড়ায় যারা বেরিয়ে চলে গিয়েছেন, তাদের আর ঘরে ঢুকতে দেওয়া হবে না।”
মুকুল রায়কে দলে ফেরানোর দিনই প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “যারা ইলেকশনের সময়ে গদ্দারি করে বিজেপি হাত শক্তিশালী করতে গেছে ও গদ্দারি করেছে তাদের আমরা নেব না। এটা আমাদের দলের সিদ্ধান্ত।” শুক্রবার তৃণমূল ভবনে মুকুল রায়কে পাশে বসিয়ে দলত্যাগীদের হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর ঠিক তার ২৪ ঘণ্টা পরেই প্রকাশ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়। তাও আবার বিরোধী শিবিরের নেতা কুণাল ঘোষের বাড়িতে। ভোটের পর দল বদলের উল্টো হাওয়া বইছে। এখন ট্রেন্ডিং বিজেপি থেকে তৃণমূলে! এমন সময়ে কী উদ্দেশে এই সান্ধ্য আলাপ? দু’জনেই অবশ্য বলেছেন সৌজন্যের খাতিরে।
রাজীব এদিন নিজের দলের দিকেই আঙুল তুলেছেন। বলেছেন গোঁড়া সাম্প্রদায়িক! রাজনৈতিক মহলে জল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেত পেলে আগামী সপ্তাহেই ঘরে ফিরতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়!