Balichak Murder: বাবার গলা থেকে গলগল করে বের হচ্ছিল রক্ত, নিঃসার শরীর, পাশেই মেয়ের মর্মান্তিক পরিণতি

Balichak Murder: শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক স্টেশনের কাছে এক বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার, পাশাপাশি রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে এক যুবতী ।

Balichak Murder: বাবার গলা থেকে গলগল করে বের হচ্ছিল রক্ত, নিঃসার শরীর, পাশেই মেয়ের মর্মান্তিক পরিণতি
ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 8:40 AM

পশ্চিম মেদিনীপুর: রাত তখন অনেকটাই। ঝোপের মধ্যে থেকে একটা গোঙানির শব্দ শুনতে পাচ্ছিলেন স্থানীয় ঝুপড়ির বাসিন্দারা। রাতে তাঁরা রেললাইনের ধারে এগিয়ে আসেন। দেখেন এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে রেললাইনের ধারে। ওই ব্যক্তির গলা কাটা। গলগল করে রক্ত বের হচ্ছিল সেখান থেকে। পাশেই পড়ে রয়েছে একটি মেয়ে। তিনিও রক্তাক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশনে।

শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক স্টেশনের কাছে এক বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে,হামিলপুর এলাকার বাসিন্দা ওই বৃদ্ধের নাম কমল সেন। পাশেই তাঁর মেয়ে দেবলীনা সেনও রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। রাতে প্রথমে বুঝতে অসুবিধা হলেও, পরে স্থানীয় বাসিন্দারাই তাঁদের শণাক্ত করেন। জানা যাচ্ছে, ওই ব্যক্তি এলাকায় ছোটখাটো কাজ করতেন। মেয়ে অবিবাহিত। কেন কীভাবে এই ঘটনা, তা বুঝতে উঠতে পারছেন না তাঁরা।

রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে প্রথমে ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধ। মেয়েও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন।