AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Leader: ‘লক্ষ্মীর ভান্ডার নেওয়ার পর TMC-কে ভোট দিতে গেলে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন’, স্বামীদের নিদান দিলেন BJP নেতা

Chandrakona: পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাইকুন্ডু মাঠে 'বিজেপির সংকল্প জনসভা' হচ্ছিল। সেই মঞ্চ থেকেই এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। শনিবার কুলাইকুন্ডায় রয়েছে বিজেপির পরিবর্তন সংকল্প জনসভা। সেই সভায় প্রধান বক্তা ছিলেন সুকান্ত মজুমদার।

BJP Leader: 'লক্ষ্মীর ভান্ডার নেওয়ার পর TMC-কে ভোট দিতে গেলে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন', স্বামীদের নিদান দিলেন BJP নেতা
বিজেপি নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 04, 2026 | 1:01 PM
Share

দাসপুর: নির্বাচনের আগে বড় নিদান দিলেন বিজেপি নেতা। এলাকার পুরুষরা যাতে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখে সেই পরামর্শ তাঁর। তিনি বলেছেন, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর যখন স্ত্রীরা তৃণমূলকে ভোট দিতে যাবেন, সেই সময় যেন স্বামীরা তাঁদের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখেন। বিজেপি নেতার এই বক্তব্যের পরই তীব্র বিতর্ক তৈরি হয়েছে এলাকায়।

পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাইকুন্ডু মাঠে ‘বিজেপির সংকল্প জনসভা’ হচ্ছিল। সেই মঞ্চ থেকেই এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। শনিবার কুলাইকুন্ডায় রয়েছে বিজেপির পরিবর্তন সংকল্প জনসভা। সেই সভায় প্রধান বক্তা ছিলেন সুকান্ত মজুমদার। তাঁর সভায় তার আসার আগে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এহেন বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত।

কালীপদ বলেন, “তৃণমূল মানে চোর সারা রাজ্যের মানুষ জেনে গেছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, যাঁরা আমাদের কর্মীরা আছেন। তাঁরা তৃণমূলের চোখে চোখ রেখে দাসপুর বিধানসভায় জয়লাভ করবে। প্রার্থী আমাদের পদ্মফুল। ২৯৪টা বিধানসভা সিটে। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন। তবে, এখনও লক্ষ্মীর ভান্ডার পাওয়া অনেক মা আছেন, যাঁরা তৃণমূলে ভোট দেবেন, সেই সব পরিবারের স্বামীদের বলছি ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন। ভোট দিতে হবে পদ্মফুল, জোড়াফুলে নয়।”

উল্লেখ্য, মহিলা ভোট যে তৃণমূলের একটা বড় ভোট ব্যাঙ্ক তা স্বীকার করেন না এমন কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘লক্ষ্মীর ভান্ডার’ বিশাল জনপ্রিয় মহিলাদের মধ্যে। এই নিয়ে রাজনীতির কাটাছেড়া কম হয় না। তবে মহিলা ভোট হাতে পেতে এই লক্ষ্মীর ভান্ডার অনুকরণ কিন্তু বিজেপিও করেছে। মহারাষ্ট্রে ‘লাডলি বহেনা’ প্রকল্পও লক্ষ্মীর ভান্ডারের মতো মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা। তবে বাংলায় লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তা এতটা বেশি কোনও রাজনৈতিক দল এই প্রকল্প বন্ধের কথা তো বলেই না, উল্টে বিজেপি ক্ষমতায় এলে এর টাকা বাড়িয়ে দেওয়ারও ঘোষণা করেছে। ফলে, লক্ষ্মীর ভান্ডার ভোটের মাপকাঠি নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এই আবহেই এবার সেই কথাই বললেন বিজেপি নেতা।