BJP Candidate Arrested: পকেট দেখেই অবাক পুলিশ, পুরভোটের একদিন আগে গ্রেফতার বিজেপি প্রার্থী
West Medinipur: পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ড। সেখানেই প্রার্থী হয়েছেন ফাল্গুনী মিশ্র।
পশ্চিম মেদিনীপুর: রবিবার ভোট। ১০৮টি পুরসভায়। তার জন্য প্রস্তুতিও তুঙ্গে। নির্বাচনী প্রচারে নেমেছিলেন শাসক শিবির, বিরোধী শিবির। বর্ণাঢ্য শোভাযাত্রা করে হয়েছে প্রচারাভিযান। এর মধ্যেই ছন্দপতন। নাকা চেকিংয়ের সময় বিজেপি প্রার্থীর কাছ থেকে উদ্ধার প্রায় সত্তর হাজার পাঁচশ টাকা। পুরভোটে বিধি ভাঙার অভিযোগে ওই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ।
পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ড। সেখানেই প্রার্থী হয়েছেন ফাল্গুনী মিশ্র। জানা গিয়েছে, রাত বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন ওই বিজেপি প্রার্থী। সেই সময় নাকা তল্লাশি চালায় পুলিশ। তখনই বিজেপি প্রার্থীর কাছ থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা। ঘটনায় রাতেই গ্রেফতার করা হয় ফাল্গুনী মিশ্র। তবে গ্রেফতারের পরে রাতেই জামিনে মুক্তি পায় সে। যদিও, ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, পুলিশ তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পনা মতো তাঁকে ফাঁসিয়েছে।
এই ঘটনায় ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, “কালকে রাতে তৃণমূলের দুষ্কৃতীরা খড়ার পৌরসভা টাকা বিলি করতে গিয়েছিল। তা জানতে পেরেই প্রতিবাদ করতে যায় আমাদের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র। আর তখনই তাঁকে তৃণমূল কর্মীরা পুলিশের সামনেই তার পকেটে টাকা গুঁজে তাঁকে ফাঁসিয়ে দিয়েছে।” অন্যদিকে, তৃণমূল নেতা অজিত মাইতির দাবি, “আমরা আগে থেকেই সন্দেহ করেছিলাম। আর এটা দিল্লির চুরির টাকা, চুরির টাকা দিলীপ ঘোষ, শুভেন্দু মারফত এইভাবে ডিস্ট্রিবিউট করছে বিজেপি নেতারা।”
এদিকে, ঘটনার পর প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি কর্মীরা। খড়ার পৌর এলাকার ওই ওয়ার্ডের বাসিন্দারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন। এক এলাকাবাসী অভিযোগ জানিয়ে বলেন, “বিজেপি প্রার্থীরা এই ভাবেই ভোট কিনতে চাইছে টাকা দিয়ে। তাই এর তীব্র ধিক্কার জানাই। আমরা চাই অবিলম্বে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন এবং তাঁকে গ্রেফতার করুক।”