Kharagpur: ভনভন করছে মাছি, ডাস্টবিনে চোখ যেতেই সাংঘাতিক দৃশ্য…

Kharagpur: প্রত্যক্ষদর্শীদের অনুমান, ২-৩ দিন ধরে দেহটি পড়ে থাকতে পারে এখানে। তবে দেহটি এখনও শনাক্ত করা যায়নি। তবে প্রশ্ন উঠে, কীভাবে শহরের ব্যস্ততম রাস্তার ধারে এভাবে দেহ পড়ে রইল। কারণ, পুরসভার সাফাই কর্মীরা এখান থেকে আবর্জনা তুলতে আসেন। কারও নজরেই কি বিষয়টি আসেন, উঠছে প্রশ্ন।

Kharagpur: ভনভন করছে মাছি, ডাস্টবিনে চোখ যেতেই সাংঘাতিক দৃশ্য...
ঘটনার বর্ণনা করছেন প্রত্যক্ষদর্শী। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2024 | 8:16 PM

মেদিনীপুর: রাস্তার ধারে ডাস্টবিন। এলাকার যত ময়লা, বর্জ্য সেখানে ফেলা হয় নিয়মিত। সেই ব্যস্ততম ওটি রোডের পাশে ময়লা ফেলার জায়গা থেকেই বৃহস্পতিবার উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানার অন্তর্গত ওটি রোডের উপরে ইন্দা নিউ টাউনের কাছে। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ভয়ঙ্কর সেই দৃশ্য। বিভিন্ন নোংরা, ফেলে রাখা ময়লার মাঝে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহে ভনভন করছে মাছি। খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানায়। পুলিশই মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের অনুমান, ২-৩ দিন ধরে দেহটি পড়ে থাকতে পারে এখানে। তবে দেহটি এখনও শনাক্ত করা যায়নি। তবে প্রশ্ন উঠে, কীভাবে শহরের ব্যস্ততম রাস্তার ধারে এভাবে দেহ পড়ে রইল। কারণ, পুরসভার সাফাই কর্মীরা এখান থেকে আবর্জনা তুলতে আসেন। কারও নজরেই কি বিষয়টি আসেন, উঠছে প্রশ্ন। প্রত্যক্ষদর্শী রাম দত্ত বলেন, “খড়গপুর ঢোকার মুখে রাজ্য সড়কের পাশে পুরসভার ময়লা ফেলা হয়। সেখানেই ভিড় দেখে দাঁড়াই। দেখি একটা পচাগলা দেহ পড়ে আছে। ২-৩ দিন হবে হয়ত। পুলিশ এসেছে।”