পশ্চিম মেদিনীপুর: খানা-খন্দে ভরা রাস্তা। সেই রাস্তা দিয়েই প্রতিদিনের মত সাইকেল চড়ে স্কুল যাচ্ছিল বছর দশের এক ছাত্রী। কিন্তু দিনটা যে নিত্যদিনের মত হবে না সেটা বুঝে উঠতে পারেননি। সবটা শেষ হয়ে গেল এক লহমায়। মা-বাবা, আত্মীয়পরিজনরা এখনও ভাবতে পারছেন না তাঁদের আদরের সন্তানটি আর নেই। দুর্ঘটনাই প্রাণ কেড়ে নিয়েছে তার।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলমিজোড় এলাকার ঘটনা। স্কুল যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। সেখানে মৃত্যু হয় পঞ্চম শ্রেণির নাতাশা পোড়িয়া নামের এক ছাত্রীর। দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিন পড়ুয়া। নাতাশা ব্রাক্ষ্মণ বসান উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত।
কী ঘটেছে?
নিত্যদিনের মতোই সাইকেলে চড়ে যাচ্ছিলেন স্কুল যাচ্ছিল নাতাশা। উল্টো দিক থেকে আসা একটি মেশিন ট্রলি দ্রুত গতিতে এসে পড়ে ওই ছাত্রীর ঘাড়ে। তখনই গুরুতর জখম হন পড়ুয়া। সঙ্গে-সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। সঙ্গে-সঙ্গেই দাসপুর থানার পুলিশ গিয়ে ঘাতক ওই ট্রলিটি ও তার চালককে আটক করেছে দাসপুর থানার পুলিশ।
এদিকে, শিশুটির মৃত্যুর খবর পাওয়ার পরই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী গিয়ে পথ অবরোধ করে। টায়ার, বাঁশ ফেলে পথ অবরুদ্ধ করা হয় রাস্তা। তাঁদের অভিযোগ, বেহাল রাস্তার উপর দিয়েই মেশিন ট্রলির দৌরাত্ম্য বেড়ে চলেছে। যার জেরে এদিন এক পঞ্চম শ্রেণির ছাত্রীর প্রাণ গিয়েছে। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়ে অবরোধকারীরা। ঘটনায় রীতিমত উত্তেজনা দেখা দেয় এলাকায়।
আরও পড়ুন: Jay Prakash Majumdar: টিভি কিনে টাকা দেননি জয়প্রকাশ! দলবদলের খবর দেখেই মাথায় হাত বিজেপি কর্মীর
আরও পড়ুন: Farmer Suicide: বারবার ব্যাঙ্কের নোটিশ, ঝামেলা পুরোপুরি শেষ করতে কৃষক এমন পদক্ষেপ করবেন কেউ ভাবেননি!