AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elephant Death: চিৎকার করে লুটিয়ে পড়েছিল মাটিতে, ছুটে এসেছিল সঙ্গীরা, মধ্যরাতেই চিরনিদ্রায় গজরাজ

Elephant Death: এলাকাবাসীদের দাবি, ১০ থেকে ১২ টি হাতির একটি পাল রাতেই প্রবেশ করেছিল ওই এলাকায়। কোনও কারণে হাতিটি জলা জমিতে আটকে পড়ে। সেখানেই মৃত্যু হয় হাতিটির।

Elephant Death: চিৎকার করে লুটিয়ে পড়েছিল মাটিতে, ছুটে এসেছিল সঙ্গীরা, মধ্যরাতেই চিরনিদ্রায় গজরাজ
| Edited By: | Updated on: Oct 30, 2022 | 2:50 PM
Share

লালগড়: সাতসকালে পূর্ণবয়স্ক হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর (Paschim Mednipur) জেলার লালগড় রেঞ্জের অন্তর্গত ভাউদি রেঞ্জের লক্ষণপুর এলাকায়। সাতসকালে জমির মধ্যে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। লক্ষ্মণপুর প্রাইমারি স্কুলের সামনে থেকে হাতির দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই মৃত হাতিটির (Elephant Death) দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বন দফতরের আধিকারিকেরা। বন দফতরের আধিকারিকদের মতে হাতিটির বয়স প্রায় ৫০ ঊর্ধ্ব। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে ওই হাতির তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। 

এলাকাবাসীদের দাবি, ১০ থেকে ১২ টি হাতির একটি পাল রাতেই প্রবেশ করেছিল ওই এলাকায়। কোনও কারণে হাতিটি জলা জমিতে আটকে পড়ে। সেখানেই মৃত্যু হয় হাতিটির। তবে দলে থাকা বাকি হাতিরা ফিরে যেয় জঙ্গলে। এদিন ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে গোটা এলাকা ঘুরে দেখেন বনদফতরের আধিকারিকরা। কথা বলেন এলাকাবাসীদের সঙ্গে। তাঁদের কাছ থেকে হাতিটির মৃত্যুর বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেলেও আসল কারণ জানার চেষ্টা করেন তাঁরা। এখন অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের। 

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গোপাল মান্না বলেন, “সকালে ঘুম থেকে উঠে মাঠে যাই। তখনই হাতিটিকে পড়ে দেখতে পাই। প্রথমে ভাবি অজ্ঞান হয়ে গিয়েছে। কাছে যেতে মনে হয় মারা গিয়েছে। যদিও কাছে কোনও হাইভোল্টেজের তার দেখতে পাইনি। কিন্তু, একটা গর্তের মধ্যে হাতিটি ঢুকে গিয়েছে বলে দেখা যায়। একটা পা পুরোপুরি ঢুকে গিয়েছে। ওখানে পড়ে মনে হয় স্টোকের মতো হয়ে গিয়েছে। এলাকার অনেকে বলছে রাতে প্রায় ১০-১২টা হাতি এসেছিল। কিন্তু এই হাতিটি পড়ে চিৎকার শুরু করতেই একটা হাতি ওর কাছেও আসে। কিন্তু, একে তোলা যায়নি। শেষে গোটা হাতির পালটিই জঙ্গলে ফিরে যায়। তবে ওরা ফসলের কোনও ক্ষতি করেনি।”