Panchayat Elections 2023: CPM প্রার্থীর পাশে ঘাসফুল, তৃণমূলের পাশে কাস্তে হাতুড়ি, প্রচারে বিজেপির ‘চালাকিতে’ ঘেঁটে ঘ গ্রামবাসী
Panchayat Elections 2023: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ২ নম্বর গ্রামের ঘটনা। সেখানে বাড়ি-বাড়ি নকল ব্যালট পেপার দেখিয়ে ভোটের প্রচার করছে প্রতিটি রাজনৈতিক দল।
দাসপুর: নকল ব্যালট পেপার নিয়ে গিয়ে বাড়ি-বাড়ি ভোটের প্রচার বিজেপির। শুধু তাই নয়, ওই ব্যালট পেপারে অন্য রাজনৈতিক দলগুলির প্রতীক বিকৃত করার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। ঘটনায় সরব তৃণমূল-সিপিএম-কংগ্রেস। একযোগে বিডিওকে লিখিত অভিযোগ জানিয়ে সরব তারা।
কী ঘটেছে?
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ২ নম্বর গ্রামের ঘটনা। সেখানে বাড়ি-বাড়ি নকল ব্যালট পেপার দেখিয়ে ভোটের প্রচার করছে প্রতিটি রাজনৈতিক দল। তবে বিজেপি-র ক্ষেত্রে উঠল গুরুতর অভিযোগ, এলাকাবাসীকে যেমন তারা কোন চিহ্নে ভোট দিতে হবে তা দেখিয়ে দিচ্ছে এরপর পাশাপাশি নমুনা ব্যালট পেপারে অন্য রাজনৈতিক দলের প্রতীক বদল করা হচ্ছে।
ঠিক কী অভিযোগ?
তৃণমূল-সিপিএম-এর অভিযোগ, ওই নমুনা ব্যালট পেপারে বিজেপি প্রার্থীর প্রতীক চিহ্ন ঠিক থাকলেও, তৃণমূল ও সিপিএম-এর প্রতীক চিহ্ন পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ সিপিএম প্রার্থী মঞ্জুষা মালাকালের নামের পাশে তৃণমূলের প্রতীক বসিয়ে দেওয়া হয়েছে, আবার তৃণমূল প্রার্থী শুভ্রা সী’র নামের পাশে সিপিএম-এর প্রতীক চিহ্ন বসানো হয়েছে। যার জেরে বিভ্রান্তি ছড়াচ্ছে সকলের মধ্যে।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন শুভ্রা সী। এলাকাবাসীও মেনে নিয়েছেন যে তাঁরা বিভ্রান্ত হয়ে পড়ছে। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দাসপুরের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত বলেন, “বিষয়ে তৃণমূল মিথ্যা প্রচার করছে। আর সিপিএম ক্ষয়িষ্ণু। আমরা কোনও কিছুই করিনি।”