Daspur: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, সর্বহারা পরিবার
Daspur: রফিকুল জানান, রাতে খাওয়া সেরে সবেমাত্র ঘুমাতে গিয়েছেন, সেই সময় হঠাৎই কিছু একটা ভেঙে পড়ার শব্দ পান। স্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলছিলেন তিনি। মুহূর্তের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ।
দাসপুর: প্রবল বৃষ্টি। মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। অসহায় পরিবার। দাসপুর ১ নম্বর ব্লকের রসুলপুর গ্রামের মিরপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ি ভেঙে পড়েছে।
রফিকুল জানান, রাতে খাওয়া সেরে সবেমাত্র ঘুমাতে গিয়েছেন, সেই সময় হঠাৎই কিছু একটা ভেঙে পড়ার শব্দ পান। স্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলছিলেন তিনি। মুহূর্তের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ।
তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যান সকলে। কিছুক্ষণের মধ্যেই গোটা বাড়িটি ভেঙে পড়ে। গোটা পরিবারকে নিয়ে রাতভর খোলা আকাশের নীচেই ছিলেন তিনি। ভোর হতে আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন। কিন্তু বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে সর্বস্ব। কান্নায় ভেঙে পড়েছেন রফিকুলের স্ত্রী। এলাকার পঞ্চায়েত সদস্য থেকে এলাকার প্রধান আশ্বাস দিয়েছে দ্রুত সমস্যার সমাধান করা হবে।