মেদিনীপুর: রেল লাইনের ধার থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। সোমবার দুপুরে ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের রানিসোরাই এলাকায়। ক্ষতবিক্ষত দেহটি পুরুষ না মহিলার তা জানা যায়নি। সেই সঙ্গে ধোঁয়াশা মৃত্যুর কারণ নিয়েও। এলাকাবাসীর দাবি,খুন করে লাইনের ধারে ফেলে যাওয়া হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেল লাইনের ধারে নয়ানজুলিতে একটি রক্তাক্ত অবস্থায় রহস্যজনক মৃতদেহটি দেখতে পান নারায়ণগড় ব্লকের রানীসরাইয়ের বাসিন্দারা। দুপুরের পর লাইন থেকে কিছুটা দূরে নোয়ানজুলিতে মৃতদেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তারা। তড়িঘড়ি তারাই খবর দেন স্থানীয় বেলদা থানায় ও স্থানীয় ভিলেজ পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। পরে সেটিকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
এদিকে, কোথা থেকে কীভাবে ওই মৃতদেহটি এল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছেন বেলদা থানার আধিকারিকরা। তবে স্থানীয়দের অনুমান খুন করে কেউ বা কারা ফেলে দিয়ে গিয়েছে মৃতদেহটি।
ঈশ্বর ঘুঘু নামে এক বাসিন্দা বলেন, “মৃতদেহটি পুরুষ কিংবা মহিলার কিনা তা আমরা বুঝতে পারিনি। ক্ষতবিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল সেটি। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম দেখতে পাওয়ার পরেই। আমাদের মনে হয় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়নি। তা হলে লাইনের আশেপাশেই মৃতদেহটি পড়ে থাকত। কিন্তু আমরা মৃতদেহটি লাইন থেকে বেশ কিছুটা দূরে নয়ানজুলিতে পড়ে থাকতে দেখেছি। আমাদের অনুমান খুন করে ফেলে যাওয়া হয়েছে ওই যুবককে। পুলিশ তদন্ত করলেই আসল সত্যি উঠে আসবে।”
প্রসঙ্গত, আজই এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অন্ধ ছেলেটির। আর এতেই শুরু সমস্যার। মারধর করে থেঁতলে খুন করা হল যুবককে।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত শিরশি গ্রাম। আজ সকালে স্থানীয় পারাং নদীর পাড়ে পড়ে থাকতে দেখা যায় মৃতদেহটি। থেঁতলানো অবস্থায় মৃতদেহটিকে দেখতে পান এলাকার যুবকরা। এরপর খবর দেওয়া হয় পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে, মৃত ওই যুবকের কাকা অন্ধ এক যুবককে থেঁতলে খুন করার অভিযোগ উঠল। মৃত যুবকের কাকা মঙ্গল হেমব্রম জানিয়েছেন, গত কয়েক মাস আগে গ্রামেরই এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই অন্ধ যুবকের। সেই সময় তাকে মারধরও করা হয়েছিল। সেই পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: KMC Election 2021: ভোট প্রচারে ‘রেড ভলান্টিয়ার’! হঠাৎই বাজল ফোন, ‘হাসপাতালে বেড পাচ্ছি না দাদা’…