পশ্চিম মেদিনীপুর: ঘাটালে ভূতুড়ে কাণ্ড। ৫ বছর আগে মৃত ব্যক্তি নাকি এখনও রেশন তুলছেন। এমনই ঘটনা সামনে আসার পর এলাকায় হইচই পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, ২০১৬ সালে ২৫ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জনৈক গৌর মান্না। বছর ৬৪-র ওই ব্যক্তি অবিবাহিত ছিলেন। কয়েক দিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পে পরিবারের অন্যদের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করতে যান গৌরবাবুর ভাইপো সুদীপ মান্না। তখনই তিনি জানতে পারেন প্রায় ৫ বছর আগে মৃত কাকার কার্ডে গত মাসেও রেশন তোলা হয়েছে!
সুদীপবাবু জানান, জেঠুর ডিজিটাল কার্ডের জন্য আগেই আবেদন করা হয়েছিল। কিন্তু জীবিত অবস্থায় সেই রেশন কার্ড হাতে পাননি। রেশন ডিলারের কাছেও দেওয়া হয়েছিল ডেথ সার্টিফিকেট। কিন্তু সবার অজ্ঞাতেই রেশন ডিলার সেই রেশন তুলতেন। এ নিয়ে তাঁকে অভিযোগ করা হলে হুমকি দেওয়া হয় বলে দাবি সুদীপবাবুর।
সোমবার ঘাটাল মহকুমার ফুড সাপ্লাইয়ের দফতরে রেশন ডিলার মনোরঞ্জন ঘোষের নামে অভিযোগ দায়ের করেন সুদীপ মান্না। এদিকে অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন রেশন ডিলার মনোরঞ্জন ঘোষ। রেশন ডিলারের যুক্তি, “মৃত ব্যক্তির পরিবারের খাদ্য সুরক্ষার কার্ড ছিল না। এখন বিষয় মিটে গিয়েছে। দু’চারটে ভুল হয়েই থাকে।”
আরও পড়ুন: সুদীপ্ত সেনের মতো দেবাঞ্জনকে সামনে রেখে করে খেয়েছে তৃণমূল নেতারা: দিলীপ ঘোষ
এদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ঘাটালের ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট। এই ঘটনা সামনে আসতে প্রশ্ন উঠছে, প্রতি ডিলারের কাছে যদি এমন ‘দু’চারটে করে’ ভুয়ো কার্ড থাকে, তা হলে গোটা রাজ্যের ভূতুড়ে রেশন প্রাপকের সংখ্যাটা কত?
আরও পড়ুন: প্রবীণ ক্রীড়াবিদকে পিটিয়ে মারল ছেলে! চাঞ্চল্য রায়গঞ্জে