AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DEV: ভোটে লড়লেন, রাত পোহালে ভাগ্য নির্ধারণও! তার আগেই হঠাৎ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়ে চরম বার্তা দিলেন দেব

DEV: তৃণমূলের ঘাটাল লোকসভা ইলেকশন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব তাঁর এই মন্তব্য করেছেন। জানা গিয়েছে, শনিবার বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় গোটা দেশ বা রাজ্যে যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে, তাতে তৃণমূল সমর্থকরা অনেকটাই আশাহত বলে মনে করেছেন দেব।

DEV: ভোটে লড়লেন, রাত পোহালে ভাগ্য নির্ধারণও! তার আগেই হঠাৎ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়ে চরম বার্তা দিলেন দেব
দেবের বার্তা Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 12:24 PM

 ঘাটাল:  রাত পোহালে রেজাল্ট আউট! তার আগেই রেজাল্ট জেনে ফেললেন দেব! চলে এল হোয়াটস অ্যাপ গ্রুপে বার্তাও। ‘জিতছি… তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পাবে।’ ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনই বার্তা দিলেন তৃণমূল কর্মীদের।

ঘাটাল লোকসভা আসনের তৃণমূলের তারকা প্রার্থী দেব। শুধু তাই নয়, সারা রাজ্যে তৃণমূল খুব ভাল ফল করতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, রাজ্যে তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। তেমন হলে এই সংখ্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে। ঘাটাল লোকসভা আসনে তিনি তাঁর দলীয় সমর্থকদের আশ্বাস দিয়ে বলেছেন, ‘আমরাই জিতছি।’

তৃণমূলের ঘাটাল লোকসভা ইলেকশন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব তাঁর এই মন্তব্য করেছেন। জানা গিয়েছে, শনিবার বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় গোটা দেশ বা রাজ্যে যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে, তাতে তৃণমূল সমর্থকরা অনেকটাই আশাহত বলে মনে করেছেন দেব। সমীক্ষার ফলাফল নিয়ে রাজ্যজুড়ে জোর চর্চা চলছে। তেমনই ঘাটালেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলতেই সেখানকার তৃণমূল কর্মী-সমর্থকরা মনমরা হয়ে পড়েছেন বলে সেই খবর পৌঁছেছে দেবের কানে। এরপরই রবিবার বেলা ১২টা নাগাদ দলের কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব লেখেন, ‘আরে আমরাই জিতছি।’

এবারের নির্বাচনের ঠিক আগে দেবের রাজনৈতিক অবস্থান নিয়েই বিস্তর জলঘোলা তৈরি হয়েছিল। পরে অবশ্য আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তাঁর উপস্থিতি পরিষ্কার করেছিল সবটা। তিনি অবশ্য বলেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ করতেই তিনি রাজনীতিতে ফিরেছেন। ঘাটাল থেকে ফের তিনিই তৃণমূলের মুখ হন। নির্বাচনের দিন ঘাটালে দিনভর বিক্ষিপ্ত অশান্তি খবর মেলে। কেশপুর উত্তপ্ত থাকে। বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী হিরণ। তবে তিনি নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন। ভোটের আগে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি, গরু পাচারে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। যা নিয়ে রাজনৈতিক শোরগোল পড়ে যায়। এসবের পরও ঘাটালে তৃণমূল ২৬টি আসন পাচ্ছে বলেই দাবি করলেন দেব।