DEV VIDEO: ‘আমি আমার মতো করে দেখছি…’, নিয়োগ দুর্নীতিতে এবার নাম দেবের? প্রকাশ্যে মহিলা চাকরিপ্রার্থীর অডিয়ো
DEV VIDEO: হিরণের দাবি, চাকরি আশায় ৯ লক্ষ টাকা দিয়েছেন এক মহিলা। এরপর চাকরি না পেয়ে ফোন করে টাকা ফেরত চান ওই মহিলা। মহিলার সঙ্গে ফোনে কথোপকথনের অডিয়ো প্রকাশ্যে এনেছেন দেব।
ঘাটাল: ভোটবঙ্গে আবারও এক ভাইরাল অডিয়ো। এবার কেন্দ্রবিন্দুতে ঘাটাল। ঘাটালে দু’জনই তারকা প্রার্থী। একদিকে, দেব, একদিকে হিরণ! হিরণ একটি অডিয়ো প্রকাশ্যে এনেছেন। যার সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সেই অডিয়োতে ভোটের মুখে টাকার বিনিময়ে চাকরি সংক্রান্ত বক্তব্য রয়েছে দেবের। অডিয়ো প্রকাশ্যে এনে তেমনটাই দাবি করেছেন বিজেপি প্রার্থী হিরণ। হিরণের দাবি, চাকরি আশায় ৯ লক্ষ টাকা দিয়েছেন এক মহিলা। এরপর চাকরি না পেয়ে ফোন করে টাকা ফেরত চান ওই মহিলা। মহিলার সঙ্গে ফোনে কথোপকথনের অডিয়ো প্রকাশ্যে এনেছেন হিরণ।
মহিলা: দেব দা কেমন আছেন?
দেব: ভালো আছি, তুমি কেমন আছো?
মহিলা: একদম ভালো আছি দাদা। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল। সেটা সলভ হচ্ছে না বলেই তোমাকে ফোন করতে বাধ্য হলাম। রাম আমার কাছ থেকে ৯ লক্ষ টাকা নিয়েছিল। সায়ন্তনকে বলেছিলাম, ৯ লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার জন্য। এখন না চাকরি দিচ্ছে, না টাকাটা ফেরত দিচ্ছে। আমার কোনও পলিটিক্যাল যোগ নেই।
দেব: আমি গুরুত্ব দিয়ে দেখছি। আমি আমার মতন করে জিজ্ঞাসা করব।
এই অডিয়ো প্রকাশ্যে এনেছেন বিজেপি প্রার্থী হিরণ। আর এই অডিয়ো নিয়েই রাজনৈতিক জলঘোলা তৈরি হয়েছে। যদিও দেবে এই বিষয় নিয়ে বলেছেন, “মহিলার কণ্ঠস্বর এডিট করা হতে পারে। ভোটের মুখে বিজেপি একের পর এক অডিয়ো প্রকাশ্যে আনছেন। যেগুলো ভিত্তিহীন ও মিথ্যা। তদন্তের দাবি জানাচ্ছি।” তবে প্রয়োজনে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন দেব।
এই ভাইরাল অডিয়োতে মহিলা যে ‘রাম’ বলে যাঁর কথা বলছেন, সেই তৃণমূল নেতা রামপদ মান্নার সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা। সেই রামপদ মান্না বলেন, “এটা বিজেপি চক্রান্ত করে ফাঁসাচ্ছে।” আজই মেদিনীপুরে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যেই হিরণের এই ভিডিয়ো নিয়ে শোরগোল পড়েছে।
যদিও হিরণের বক্তব্য, “পুরো বিষয়টাই জানতেন দেব। সায়ন্তন তো দেবের সেক্রেটারি। এটা চাকরি বিক্রি করার র্যাকেট। এখন সাহস করে মানুষ মুখ খুলছে।”