‘বিশ্বভারতী ভাল চলছে, তাই তৃণমূলের কষ্ট হচ্ছে,’ অনুব্রতকে নিশানা দিলীপের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 30, 2021 | 7:17 PM

Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, "এর আগে যখন বিশ্বভারতীর দেওয়াল ভাঙতে গিয়েছিল। তখন কারা গিয়েছিল? জেলা প্রেসিডেন্ট (পড়ুন তৃণমূল),  তাঁদের নেতারা গিয়েছিল। বিশ্বভারতী ভাল চলছে, তাই তৃণমূলের কষ্ট হচ্ছে।''

বিশ্বভারতী ভাল চলছে, তাই তৃণমূলের কষ্ট হচ্ছে, অনুব্রতকে নিশানা দিলীপের
নিজস্ব চিত্র

Follow Us

খড়গপুর: ‘বিশ্বভারতী (Visva Bharati Universinty) ভাল চলছে, তাই তৃণমূলের কষ্ট হচ্ছে।’ সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চলা ছাত্র বিক্ষোভকে নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এমনকি এই বিক্ষোভের দায় তিনি তৃণমূলের উপর চাপিয়ে নাম না করে নিশানা করলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) কে।

সোমবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ খড়গপুরের ছোট ট্যাংরার দলীয় কার্যালয়ে বেশ কয়েকজন মহিলার হাতে বিজেপির পতাকা তুলে দেন। তাঁর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন বেশ কয়েকজন। সেই বৈঠক ও যোগদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বভারতীতে চলা বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য করতে শোনা যায় বিজেপির রাজ্য সভাপতিকে।

দিলীপ ঘোষ বলেন, “এর আগে যখন বিশ্বভারতীর দেওয়াল ভাঙতে গিয়েছিল। তখন কারা গিয়েছিল? জেলা প্রেসিডেন্ট (পড়ুন তৃণমূল),  তাঁদের নেতারা গিয়েছিল। বিশ্বভারতী ভাল চলছে, তাই তৃণমূলের কষ্ট হচ্ছে। অন্যান্য স্কুল, কলেজ ইউনিভার্সিটির সর্বনাশ করেছেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কবিগুরুর নাম জড়িত আছে। এটা আমাদের কাছে গর্বের। সেটা শিক্ষক সাধনা ক্ষেত্রে রাখা উচিত সেটা যেন রাজনীতির আখড়া না হয়।”

উল্লেখ্য, তিন পড়ুয়াকে সাসপেন্ড করার প্রতিবাদে ও তার কারণ জানতে চেয়ে আন্দোলনে নেমেছেন বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ। এমনকি উপাচার্যের বাড়ির বাইরে আন্দোলনে অনড় রয়েছেন তাঁরা। কিন্তু প্রশ্ন উঠছে একাধিক। শিক্ষকমহলের একাংশের প্রশ্ন, কেন এ নিয়ে কোনও মন্তব্য করছেন না উপাচার্য? প্রশাসনিক প্রধান হিসাবে উপাচার্য এই দায় কি এড়িয়ে যেতে পারেন, সে প্রশ্নও উঠছে। এর মধ্যে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দেন উপাচার্যকে ঘেরাওয়ের। ঘটনাচক্রে অনুব্রতের নিদানের পরপরই আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী। সেই প্রসঙ্গ টেনে এনে অনুব্রতকে খোঁচা দিলেন দিলীপ।

এদিকে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। তাঁকে নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। বলেন, “বিধায়ককে কেস দিয়েছিল, ভয় দেখাচ্ছিল। অনেকদিন আমাদের কাছে আসছিল না। তাঁকে শ্যামা মুখার্জি যে কেসে জড়িত, সেখানে জুড়ে দেওয়া হয়েছে।” এর পর আরও বিধায়ক নাকি যোগাযোগ রেখেছেন, কী বলবেন? সাংবাদিকদের প্রশ্নে দিলীপের জবাব, ‘করুক, দেখা যাবে। আমরাও তৈরি আছি।’

উল্লেখ্য, গত বিধানসভা ভোটে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির মুখ ছিলেন তন্ময়। নির্বাচনে জেতেনও। মাস তিনেক বিধায়ক হিসাবে কাজও করেন। কিন্তু এরই মধ্য়ে হঠাৎ সোমবার ব্রাত্য বসুর হাত ধরে পুরনো দলে ফেরেন তিনি। ‘ঘর ওয়াপসি’র পর তন্ময় ঘোষ বলেন, বাংলাকে কোণঠাসা করার চেষ্টা চলছে। এ ভাবে বিজেপিতে থাকা সম্ভব নয়। তাই পুরনো দলেই ফিরলেন। আরও পড়ুন: ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন, তিন মাসের মধ্যেই ‘ঘর ওয়াপসি’ বিষ্ণুপুরের বিধায়কের

Next Article